লিওনেল মেসি (Photo Credits: Getty images)

প্যারিস, ১০ অগাস্ট: জল্পনাই সত্যি হচ্ছে। দু বছরের চুক্তিতে বার্সালোনা (Barcelona) ছেড়ে প্যারিস সঁ জঁ (Paris Saint-Germain) -তেই যোগ দিচ্ছেন আর্জেন্টিনার মহাতারকা ফুটবলার লিওনেল মেসি (Lionel Messi)। আজ, মঙ্গলবারই প্যারিসে এসে ক্লাবের মেডিক্যাল টেস্ট করাতে হাজির হচ্ছেন মেসি। আর্জেন্টিনিয় মহাতারকা বার্সেলোনায় তাঁর ঘর থেকে গাড়ি চেপে বের হচ্ছেন, এয়ারপোর্টে টেক ইন করছেন এমন সব ভিডিও দেখা যাচ্ছে। মেসির প্যারিস সঁ জঁ-তে যোগদান আর জল্পনা নয়, বরং তিনি কখন প্যারিস সঁ জঁ ক্লাবে আসেন সেটারই অপেক্ষা। আরও পড়ুন: নীরজ চোপড়ার সোনা জয়ের দিন ৭ অগাস্ট প্রতি বছর পালিত হবে'জ্যাভেলিন থ্রো' দিবস

ফরাসি সংবাদমাধ্যমে প্রকাশ মেসির সঙ্গে যাবতীয় চুক্তি সেরে ফেলেছে প্যারিস সঁ জঁ। ছ বারের ব্যালন ডি অর জয়ী মেসি প্রতি মরসুমে মেসির প্রায় ৩৫ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি পাকা হয়েছে বলে খবর। মানে ভারতীয় মুদ্রা বার্ষিক প্রায় ৩০৫ কোটি টাকায় আইফেল টাওয়ারের দেশে যাচ্ছেন মেসি। প্রসঙ্গত, ২০১৭ সালের ফুটবল মরসুম শেষে নেইমারও বার্সেলোনা ছেড়ে এই পিসিজি-তেই যোগ দিয়েছেন। বার্সায় মেসি-নেইমার জুটি বিপক্ষের কাছে একেবারে ঘাতক হয়ে উঠেছিল। এবার সেই জোড়া ফলায় বিপক্ষকে বিদ্ধ করার স্বপ্ন দেখছেন প্যারিস সঁ জঁ-র সমর্করা।

পিএসজি-তে চলতি মরসুমে যোগ দিয়েছেন সদ্য ইউরো জয়ী তথা টুর্নামেন্টের সেরা ফুটলবার ইতালির গোলকিপার দোনারুমা, স্পেনের রামোসের মত ফুটবলাররা।

২০০৪ সাল থেকে বার্সেলোনায় থাকার পর ৩৪ বছর বয়েসে চোখে জল নিয়ে ক্লাব ছাড়েন মেসি।  বার্সেলোনা জার্সিতে রেকর্ড সংখ্যাক মোট ৬৭২টি গোল করেন, ক্লাবকে চারবার ইউরোপ সেরা করেন, ১১বার স্প্য়ানিশ লা লিগা, ৮টি স্প্যানি সুপার কাপ ও সাতবারক কোপা দেল রে চ্যাম্পিয়ন করান। এবার মেসির গুরু দায়িত্ব আইফেল টাওয়ারের দেশের ফুটবলে প্রদীপ জ্বালানো। নেইমার থেকে শুরু করে বহু তারকা-মহাতারকা ফুটবলার এনেও এখনও চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি প্যারিস সঁ জঁ।