বুয়েন্স আয়ার্স, ২৬ জুন: ফুটবল কেরিয়ারে তিনি সব কিছু পেয়ে গিয়েছেন। বিশ্বকাপ থেকে চ্যাম্পিয়ন্স লিগ, কোপা আমেরিকা থেকে লা লিগা, ব্যালন ডি অর থেকে বিশ্বকাপে গোল্ডেন বল। আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি নিজেই বলেছেন, ফুটবল থেকে তিনি সব কিছুই পেয়ে গিয়েছেন, দেশের হয়ে পরবর্তী বিশ্বকাপে তিনি আর খেলবেন না।
ক্লাব ফুটবলের প্রাণকেন্দ্র ইউরোপ থেকে সরে আমেরিকায় খেলার সিদ্ধান্ত নেওয়া মেসির ফুটবল কেরিয়ার একেবারে সূর্যাস্তের পথে। এমন সময়ই মেসি অভিনয়ের দিকে পা বাড়ালেন ফুটবলের রাজপুত্র। আরও পড়ুন-নিজের রাজ্য ছেড়ে গুজরাটের হয়ে রঞ্জি খেলবেন রবি বিষ্ণোই, কিন্তু কেন
আর্জেন্টিনার বিখ্যাত টিভি সিরিজ প্রোটেক্টরস-এ সিজিন টু-তে মেসি অভিনয় করছেন। ছোট্ট একটা চরিত্রে মেসি অভিনয় করবেন শুনে প্রোটেক্টরস-এর জনপ্রিয়তা বহুগুণ বেড়ে গিয়েছে।
দেখুন মেসির অভিনয়
🚨 Lionel Messi acting in Los Protectores!pic.twitter.com/ovIBoXpEsU
— Mundo Albiceleste ⭐🌟⭐🇦🇷 (@MundoAlbicelest) June 26, 2023
ব্রাজিলের তারকা নেইমারকে স্পেনের জনপ্রিয় শো 'মানি হাইস্ট'-এ অভিনয় করতে দেখা গিয়েছিল।