Lionel Messi Injury:মার্কিন যুক্তরাষ্ট্রের লিগ কাপের ম্যাচে ডান পায়ে পেশীতে চোট পেলেন লিওনেল মেসি। লিগ কাপে নেকাক্সার বিরুদ্ধে ম্যাচের ৭ মিনিটে ইন্টার মিয়ামির জার্সিতে খেলার সময় বিপক্ষের দুই ডিফেন্ডারের সঙ্গে সংঘর্ষে ডান পায়ে চোট পান মেসি। এরপর ১১ মিনিটে খোড়াতে খোড়াতে ম্যাচ ছাড়েন আর্জেন্টিনার মহাতারকা। মেসির চোট ঠিক কতটা তা নিয়ে জল্পনা শুরু হয়। এই উদ্বেগের মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্ট, ৩৮ বছরের মেসির চোট নাকি এতটাই মারত্মক তাঁর পক্ষে এই বয়েসে আর মাঠে ফেরা সম্ভব হবে না। ফলে আগামী বছর এই আমরিকা, মেক্সিকো ও কানাডায় হতে চলা বিশ্বকাপে নাকি খেলতে পারবেন না আর্জেন্টিনা বিশ্বকাপজয়ী মহাতারকা। কিন্তু এই খবর একবারেই ভিত্তিহীন।
দেখুন ছবিতে
🚨 BREAKING 🏥
Leo Messi has a MINOR muscle injury in his right leg. He is expected to be out of action for 3 weeks. pic.twitter.com/07vxbF1TYR
— 𝐂𝐀 𝐕𝐀?🐐🐐 (@psg_chief) August 4, 2025
ইন্টার মিয়ামির পক্ষ থেকে জানানো হয়েছে, মেসির চোট একেবারেই ছোটমাপের। পেশীতে সামান্য আঘাত লেগেছে তাঁর। ডাক্তাররা এখনও মেসির পেশীর চোট পর্যবেক্ষণ করেছেন।
মেসির চোট
Lionel Messi was forced off in just the 11th minute against Necaxa due to an injury — his seventh in the last two years. 😣 pic.twitter.com/ewQ8Z8YvA7
— Pubity Sport (@pubitysport) August 3, 2025
আগামী বৃহস্পতিবার লিগ কাপের পরবর্তী ম্যাচে পুমাস উনাম-এর বিরুদ্ধে নামছে ইন্টার মিয়ামি। সেই ম্যাচে মেসি খেলবে কি না তা এখনও জানায়নি ক্লাব কর্তৃপক্ষ। মেসির চোট নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছেন না ক্লাব। তাই তাড়াহুড়ো না করে শোনা যাচ্ছে, মেসিকে তিন সপ্তাহ বিশ্রাম দেওয়া হবে।