Lakshya Sen. (Photo Credits: Twitter)

প্যারিস, ৪ অগাস্ট: সেমিফাইনালে ডেনমার্কের বিশ্বসেরা খেলোয়াড়ের বিরুদ্ধে দুরন্ত লড়াই করেও শেষ পর্যন্ত অনভিজ্ঞতার কারণে হারতে হল লক্ষ্য-কে। প্রথম গেমে সমানে সমানে পাল্লা দিয়েও লক্ষ্য হারেন ২০-২২। এরপর দ্বিতীয় গেমে ৭-০ এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ১৪-২১ হারলেন। সোনার জয়ের লড়াই থেকে ছিটকে গেলেও পদক জয়ের আশা এখনও রয়েছে লক্ষ্যর। দেশের প্রথম পুরুষ শাটলার হিসেবে অলিম্পিক পদক জিততে হলে লক্ষ্য-কে ব্রোঞ্জ পদক নির্ধারক ম্যাচে হারাতে হবে মালয়েশিয়ার লি ঝি জিয়া-র বিরুদ্ধে। কোয়ার্টার ফাইনালে চাইনিজ তাইপের চাউ তিন-চেনের বিরুদ্ধে যে আক্রমণাত্মক স্ট্র্যাটেজি নিয়ে খেলে জিতেছিলেন, এদিন ভিক্টর অ্যাক্সেলসেনের বিরুদ্ধে তেমন ছকেই নামেন লক্ষ্য। কিন্তু এই ধরনের কঠিন ম্যাচে বিপক্ষকে একটুও সুযোগ দিলেই মুশকিল।

সেই ভুলটাই করলেন ২২ বছরের উত্তরাখণ্ডের তারকা শাটলার। প্রথম গেমে একটা সময় ১৮-১৪ এগিয়ে থেকেও ভিক্টরকে ম্যাচে ফেরার সুযোগ দেওয়া, আর দ্বিতীয় গেমে ৭-০ এগিয়ে থেকেও শেষ পর্যন্ত পরাস্ত হওয়াটা বড় টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াল। আরও পড়ুন-১০ জনে খেলেও মিস্টার ইন্ডিয়া শ্রীজেশের সৌজন্যে সেমিতে ভারত, টোকিওর পর প্যারিসে পদক আর একটা জয় দূরে

দেখুন খবরটি

চলতি প্যারিস অলিম্পিকে ব্য়াডমিন্টনে লক্ষ্যই একমাত্র আশার আলো। পিভি সিন্ধু হতাশ করেছেন। ডবলসে সোনার আশা থাকা সাত্ত্বিক সাইরাজ রানকিরেড্ডি-চিরাগ শেঠি জুটিও ভাল খেলে পদক জেতার অনেক আগেই হেরে গিয়েছেন। লক্ষ্যই এবার পারেন টানা চারটি অলিম্পিকে দেশকে পদক এনে দিতে।