embappe Instagram Post Photo Credit: Twitter@KMbappe

প্যারিস, ২১ মার্চ: কিলিয়ান এমবাপের (kylian Mbappe) কাঁধে এবার উঠতে চলেছে জাতীয় দলের অধিনায়কত্বের ভার। গোলকিপার হুগো লরিসের বিশ্বকাপের পর ফ্রান্সের জার্সি থেকে অবসর নেওয়ায়, এবার ফরাসি ফুটবল দলকে নেতৃত্বে দিতে দেখা যাবে ২৪ বছরের এমবাপেকে। কোচ দিদিয়র দেঁশর সঙ্গে কথা বলে এমবাপে ফ্রান্সের অধিনায়কত্বের দায়িত্ব নিতে রাজি হন। আগামিকাল, বুধবার এমবাপেকে দেশের অধিনায়ক হিসেবে ঘোষণা করতে চলেছে ফরাসি ফুটবল সংস্থা।

অধিনায়ক এমবাপের প্রথম ম্যাচ শুক্রবার, ইউরো ২০২৩-এর যোগ্যতা নির্ণয়ক পর্বে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। শুক্রবার প্যারিসে স্টেডে দ্য ফ্রান্স মুখোমুখি হবে এমবাপের ফ্রান্স ও ডাচরা। ফ্রান্সের সিনিয়র দলের হয়ে ৬৬টি ম্যাচ খেলে ৩৬টি গোল করেন এমবাপে। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এমবাপের মোট ১২টা গোল করার নজির আছেন। আরও পড়ুন-কর্মী ছাঁটাইয়ের মুখে ইএসপিএন

এমবাপের ডেপুটি হচ্ছেন অ্যান্টিনিও গ্রিজম্যান। ২০১৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানোর পিছনে এমবাপের বড় ভূমিকা ছিল। কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে তিনটে গোল করেও একটুর হারতে হয়েছিল এমবাপেকে।