Kylian Mbappe. (Photo Credits: Euro Sports/Twitter)

একটা ম্যাচে পাঁচ গোল! পিএজি-র জার্সিতে নজির গড়ে পাঁচতারা কিলিয়ান এমবাপের কীর্তি। ফ্রেঞ্চ কাপে পেয়স দে কাসেলের বিরুদ্ধে ফরাসি মহাতারকা এমবাপে একাই করলেন পাঁচ গোল। মেসি না খেললেও এমবাপের ম্যাজিকে পিএসজি ৭-০ গোলে হারাল পেয়স দে কাসেলের বিরুদ্ধে। এমবাপের পাঁচ গোলের ম্যাচে বাকি দুটি গোল করেন নেইমার ও কার্লোস সোলের। ম্যাচের ৪০ মিনিটের মধ্যে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন এমবাপে।

ম্যাচের ২৯, ৩৫ ও ৪০ মিনিটে তিনটি গোল করেন ফরাসি তারকা। এরপর বিরতির পর ৫৬ ও ৭৯ মিনিটে দুটি গোল করেন। নেইমার ম্যাচের ৩৪ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন। খেলার ফল ৭-০ করেন সোলের। পিএসজি ক্লাবের ইতিহাসে এই প্রথম কোনও ফুটবলার একটা ম্যাচে পাঁচটা গোল করলেন। এই জয়ের সুবাদে পিএসজি ফ্রেঞ্চ কাপের শেষ ষোলোয় উঠল। আরও পড়ুন-বিচ্ছেদ বাবদ হসিনকে মোটা অঙ্কের খোরপোষ দিতে হবে মহম্মদ শামিকে, নির্দেশ আদালতের

দেখুন টুইট

চলতি মরসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী এমবাপে মোট ২৩টি গোল করলেন। কাতার বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করার পর শেষ চারটে ম্যাচে এমবাপের আধ ডজন গোল করা হয়ে গেল। একেবরে গোলমেশিন হয়ে উঠেছেন।