KL Rahul Get Best Fielder Award Photo Credit: Twitter@CricCrazyJohns

হায়দারবাদ টেস্টে পিঠে চোট লাগায় ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ভাইজাগে খেলতে পারেননি ভারতের তারকা ব্যাটার লোকেশ রাহুল (KL Rahul)। কিন্তু কেএল রাহুলকে সিরিজের বাকি তিনটি টেস্টের জন্য স্কোয়াডে রাখা হয়েছিল। তবে শুক্রবার থেকে রাজকোটে শুরু হতে চলা ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের আগে চোট না সারায় খেলতে পারবেন না কেএল রাহুল। তাঁর চোট সারতে আরও এক সপ্তাহ লাগবে। এমনটাই খবর এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে। রাহুলের পরিবর্তে রাজকোটে স্কোয়াডে নেওয়া হচ্ছে কর্ণাটকের প্রতিশ্রুতিমান ব্যাটার দেবদূত পাদিকাল-কে।

ভাইজাগে কেএল রাহুলের জায়গায় টেস্টে অভিষেক হয়েছিল রজত পাতিদারের। শ্রেয়স আইয়ার স্কোয়াডে না থাকায় রাজকোটে জাতীয় দলে অভিষেক হতে পারে সরফরাজ খানের। কেএস ভরতের পরিবর্তে রাজকোটে অভিষেক হতে পারে উত্তরপ্রদেশের উইকেটকিপার-ব্যাটার ধ্রুব জুরেলের। বিরাট কোহলি, শ্রেয়স আইয়ারও রাজকোট টেস্টে খেলছেন না।

রাজকোট টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুবমন গিল, রজত পাতিদার, সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্য়াটেল, রবিচন্দ্রন অশ্বিন, জশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।

রিজার্ভ বেঞ্চ: কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, আকাশ দীপ।