চোট না সারায় চলতি বিশ্বকাপে আর খেলতে পারবেন না ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। চলতি বিশ্বকাপে ভারতের সহ অধিনায়ক ছিলেন হার্দিক। এবার তাঁর পরিবর্তে অধিনায়ক রোহিত শর্মার ডেপুটি হচ্ছেন কেএল রাহুল। রবিবার ইডেনে টিম ইন্ডিয়ার সহকারী অধিনায়কের ভূমিকায় দেখা যাবে উইকেটের পিছনে দাঁড়ানো রাহুলকে। ব্যাট হাতে তো বটেই উইকেটের পিছনেও চলতি বিশ্বকাপে নজর কেড়েছেন লোকেশ রাহুল। চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অপরাজিত ৯৭ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন কর্ণাটকের ৩১ বছরের উইকেটকিপার-ব্যাটার। রাহুলের এর আগে দেশকে ওয়ানডে-তে নেতৃত্ব দিয়েছেন। হার্দিক ছিটকে যাওয়ায় টিম ইন্ডিয়ার সহকারী অধিনায়ক হিসেবে রাহুলের নাম সবার আগে ওঠে।
গোড়ালির চোট সারিয়ে বিশ্বকাপে আর ফেরা হল না ভারতীয় দলের তারকা অলরাউন্ডারের। গত ১৯ অক্টোবর পুণেতে বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপের ম্য়াচে বল করার সময় গোড়ালিতে মারাত্মক চোট পান হার্দিক। প্রথমে মনে করা হয়েছিল দু-এক ম্যাচ পরেই চোট সারিয়ে ফিরবেন গুজরাট টাইটান্সের অধিনায়ক। তবে সময় যত গিয়েছে বোঝা যায় হার্দিকের চোট সারা কঠিন হবে।
শেষ অবধি আজ, শনিবার বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া তিনি আর চলতি বিশ্বকাপে খেলতে পারবেন না। তাঁর পরিবর্তে পরিবর্ত হিসেবে দলে নেওয়া হল প্রতিশ্রুতিমান পেসার প্রসিধ কৃষ্ণা।