IND vs WI 1st Test Day 2: প্রত্যাশামতই আমেদাবাদ টেস্টের দ্বিতীয় দিনে চালকের আসনে টিম ইন্ডিয়া। কেএল রাহুল (KL Rahul), ধ্রুব জুরেল (Dhruv Jurel) ও রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)-র দুরন্ত সেঞ্চুরিতে ভর করে দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ৪৪৮ রান। অতি দুর্বল ক্যারিবিয়ানবদের বিরুদ্ধে শুভমন গিল (Shubhman Gill)-দের লিড ২৮৬ রানের, হাতে এখনও পাঁচটা উইকেট। সব ঠিকঠাক থাকলে, কাল, শনিবারই দুই ম্য়াচের টেস্ট সিরিজে ১-০ এগিয়ে যেতে পারেন গিলরা। এদিন, ১০০ রান করে আউট হন রাহুল। টেস্ট তাঁর কেরিয়ারে এদিন ১১তম সেঞ্চুরিটি করেন রাহুল। এরপর আন্তর্জাতিক ক্রিকেটে ধ্রুব জুরেল এদিন তাঁর প্রথম টেস্ট সেঞ্চুরিটি পূর্ণ করেন। আগ্রার ২৪ বছরের উইকেটকিপার-ব্যাটার এদিন দিনের খেলা শেষ হওয়া একটু আগে ১২৫ রানে আউট হন। জাদেজা ১৭৬ বলে ১০৪ রানের দুরন্ত ইনিংস খেলে অপরাজিত আছেন। জাড্ডুর কেরিয়ারে এটি ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি। দিনের শেষে জাদেজার সঙ্গে ক্রিজে আছেন ওয়াশিংটন সুন্দর (৯ অপরাজিত)।
কালই ইনিংসে জেতার কথা টিম ইন্ডিয়ার
কাল, শনিবার লাঞ্চ পর্যন্ত খেলে ইনিংস ডিক্লেয়ার করার ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস দেড় সেশনের মধ্যে গুটিয়ে ফেলতে খুব অসুবিধা হওয়ার কথা নয় সিরাজ, বুমরা, কুলদীপদের। প্রথম ইনিংসে যেখানে ক্যারিবিয়ানরা মাত্র ৪৪.১ ওভারে অল আউট হয়েছিলেন। তার মধ্যে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তৃতীয় দিনে ব্যাট করা তুলনায় কঠিন হয়। ওয়েস্ট ইন্ডিজের যা ব্যাটিংয়ের হারল তাতে তারা এখান থেকে ইনিংসে হার বাঁচাতে পারলেও নৈতিক জয় বলা হবে। তা নৈতিক জয়ের সংজ্ঞা নিয়ে যতই প্রশ্ন তোলা হোক।
ছক্কা হাঁকিয়ে জাদেজার সেঞ্চুরি
Stand up and applaud 👏👏
Ravindra Jadeja's celebration says it all 💯
Scorecard ▶️ https://t.co/MNXdZceTab#TeamIndia | #INDvWI | @IDFCFIRSTBank | @imjadeja pic.twitter.com/PCxiPwf1QS
— BCCI (@BCCI) October 3, 2025
আমেদাবাদ টেস্টে টিম ইন্ডিয়ার ব্যাটারদের তিনটি সেঞ্চুরি, একটি হাফ সেঞ্চুরি
তার মাঝে অধিনায়ক শুভমন গিল দেশকে প্রথমবার নেতৃত্ব দিতে নেমে ৫০ রানে আউট হন। একেবারে জঘন্য ব্য়াটিং করার পর এদিন বেশ খারাপ বল করল ক্যারিবিয়ানরা। রাহুল-জুরেলে, জাদেজাদের বিরুদ্ধে ১২৮ ওভার বল করলেও, একটা ওভারেও ক্যারিবিয়ানদের বোলিং দেখে মনে হয়নি তাদের বড় কোনও লক্ষ্য আছে বলে। ভারতে সাম্প্রতিককালে আসা সবচেয়ে দুর্বল দল যে রোস্টন চেজদের এই স্কোয়াড, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
ধ্রুব জুরেলের অভিষেক সেঞ্চুরি
A moment to cherish forever! 🥳
Special scenes 📹 in Ahmedabad as Dhruv Jurel notches up a maiden Test 💯
Updates ▶️ https://t.co/MNXdZcelkD#TeamIndia | #INDvWI | @IDFCFIRSTBank | @dhruvjurel21 pic.twitter.com/8JLGOhCAkt
— BCCI (@BCCI) October 3, 2025
কেএল রাহুলের ১১তম টেস্ট সেঞ্চুরি
EMOTIONAL CELEBRATION BY KL RAHUL...!!! 🥺❤️
- The best Test Opener Currently in Cricket. pic.twitter.com/hzxXAkzT3C
— Johns. (@CricCrazyJohns) October 3, 2025
এ কেমন ওয়েস্ট ইন্ডিজ
এদিন বারবার দেখে মনে হয়েছে ভারতীয় ব্যাটাররা ইচ্ছামৃত্যু না করলে আউট হবেন না। গিল, রাহুল ও ধ্রুব-তিনজনেই এদিন আউট হলেন ক্লান্তিতে। ক্যারিবিয়ানদের দেখে মনে হচ্ছে তারা ভারতের কোনও ক্লাব ক্রিকেট দলের মত খেলছেন। ব্য়াটিংয়ে ইচ্ছা নয়, বলে দায়সারা। কে বলবে, ওয়েস্ট ইন্ডিজ হল ক্লাইভ লয়েড, ভিভ রিচার্ডস, গর্ডন গ্রিনিজ, ব্রায়ান লারাদের দেশ। ক দিন আগেই ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজে হেরেছিল নেপালের কাছে।