Andre Russell. (Photo Credits: Twitter)

কলকাতা, ২৩ এপ্রিল: রবিবার ইডেন গার্ডেন্সে আইপিএলে অভিষেক হল নাইট রাইডার্সে খেলা নামিবিয়ার পেসার অলরাউন্ডার ডেভিড উইসির (David Wiese)। গত ম্যাচে ব্যর্থ হওয়া বাংলাদেশের ওপেনার লিটন দাসকে বাদ দিয়ে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে নামিবিয়ার উইসি-কে দলে নিল কলকাতা। দলে ফিরলেন উইকেটকিপার জগদীশন।

কেকেআর-এর হয়ে শার্দুল ঠাকুরের জায়গায়  খেলছেন রাজস্থানের বাঁ হাতি পেসার কুলবন্ত খেজরোলিয়া। কেকেআর-এর চার বিদেশী-জেসন রয়, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, ডেভিড উইসি। দলে নেই শার্দুল ঠাকুর, মনদীপ সিং। আরও পড়ুন-ব্যাট হাতে শূন্য রানে আউট হয়েও সেঞ্চুরির নজির কোহলির

দেখুন টুইট

টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিলেন কেকেআর অধিনায়ক নীতীশ রানা। চেন্নাই দলে কোনও পরিবর্তন হল না। চোটের কারণে নেই বেন স্টোকস, মাগালা, দীপক চাহার। খুব সম্ভবন মহেন্দ্র সিং ধোনির এটাই কলকাতায় শেষ আইপিএল ম্যাচ হতে চলেছে। কারণ কলকাতায় এবার প্লে অফের কোনও ম্যাচ নেই। পাশাপাশি ধোনি আগামী মরসুমে আইপিএলে নাও খেলতে পারেন।

কলকাতার প্রথম একাদশ- এন জগদীশন (উইকেটকিপার), জেসন রয়, নীতীশ রানা, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, সুনীল নারিন, ডেভিড উইসি, কুলন্ত খেজরোলিয়া, সুয়েশ শর্মা, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী। (ইমপ্য়াক্ট প্লেয়ার-ভেঙ্কটেশ আইয়ার/অঙকুল রায়, বৈভব আরোরা।)

চেন্নাইয়ের প্রথম একাদশ- ঋতুরাজ গায়কোয়েড়, ডেভন কনওয়ে, আজিঙ্কা রাহানে, মইন আলি, শিবম দুবে, আম্বাতি রায়াড়ু, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি, তুষার দেশপান্ডে, মাথেসথা পাথিরানা, মহেশ ঠিকসানা।