শুক্রবার হতে চলা আইপিএলের নিলামে হাতে সেভাবে টাকা নেই কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders। এদিকে কোচির নিলাম (IPL 2023 Auction) থেকে নিতেই হবে ১১জন ক্রিকেটারকে। তাদের মধ্যে তিনজন বিদেশীকে নেওয়া যাবে। শুক্রবার আইপিএলের মিনি নিলামে কলকাতা নাইট রাইডার্সকে খুব হিসেব করে পা বাড়াতে হবে। নিলামে বেন স্টোকস থেকে স্য়াম কুরানদের মত তারকাদের নেওয়ার ক্ষমতা থাকবে না শাহরুখ খানের দলের। কারণ আইপিএলের নিয়ম অনুযায়ী যা খুশি খরচ করতে পারে না আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলি।
প্রত্য়েক দলের ক্ষেত্রেই নিলামে খরচের সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া হয়। ছেড়ে দেওয়া ক্রিকেটারদের থেকে টাকা বাঁচিয়ে মিনি নিলামে নামছে ফ্র্যাঞ্চাইজিগুলি। কিন্তু কলকাতা নিলামে নামার আগেই অন্য দল থেকে ট্রেড করে ক্রিকেটারদের কিনে অনেকটা অর্থ খরচ করে ফেলেছে। আরও পড়ুন-এক নজরে ভারতে হতে চলা হকি বিশ্বকাপের ক্রীড়াসূচি
কোচির নিলামে কলকাতাকে কিনতে হবে একজন তারকা বিদেশী ওপেনার, বিধ্বংসী ব্যাটার, একজন দেশীয় উইকেটকিপার, ও কয়েকজন প্রতিশ্রুতিবান ঘরোয়া ক্রিকেটে নজর কাড়া ক্রিকেটারদের। কেকেআর-এর হাতে আছে ৭ কোটি ৫ লক্ষ টাকা। কিনতে হবে ১১জনকে।
দেখে যাক কলকাতা নাইট রাইডার্স কোন পাঁচ ক্রিকেটারকে নিলামে নিতে পারে-
১) হ্যারি ব্রুক (ইংল্যান্ড)- অবিশ্বাস্য ফর্মে আছেন ইংল্যান্ডের ২২ বছরের এই তারকা ব্যাটার। পাকিস্তান সুপার লিগে অবিশ্বাস্য ব্যাটিং করেছেন। পাকিস্তানের মাটিতে বাবর আজমদের বিরুদ্ধে টেস্ট সিরিজে দারুণ খেলে সেরা ক্রিকেটার নির্বাচিত হন। স্পিনটা দারুণ খেলেন, বেশ আক্রমণাত্মক ব্যাটিং করেন। শ্রেয়স আইয়ারের সঙ্গে ব্রুকের পার্টনারশিপ জমে গেল কোনও টার্গেট তাড়া করাই কঠিন হবে বলে মনে হবে না। হ্যারির বেস প্রাইস দেড় কোটি টাকা রাখা হয়েছে। মাত্র ৭.০৫ কোটি প্রাসে থাকা কেকেআর-এর পক্ষে দারুণ হতে পারেন ব্রুক।
২) মায়াঙ্ক আগরওয়াল (ভারত)- দারুণ ওপেনার। গত মরসুমে পঞ্জাব কিংসের অধিনায়ক হয়ে ব্যর্থ হওয়ায় প্রীতি জিন্টার দল তাঁকে ছেড়ে দেয়। অতীতে ওপেনার হিসেবে বহু ম্যাচে আইপিএলে দলকে জিতিয়েছেন কর্ণাটকের তারকা ওপেনার মায়াঙ্ক। কেকেআর-এর ওপেনারের প্রয়োজন। মায়াঙ্ক হতে পারেন দারুণ উপযোগী।
৩) কে এস ভরত (ভারত)- আফগানিস্তানের উইকেটিকিপার রহমানুল্লাহ গুরবাজকে দলে নিলও কেকেআর-এর উইকেটের পিছনে একজন গ্লাভস হাতে দেশী কিপারের দরকার আছে। প্রথম একাদশে বিদেশী কোটায় চারজনকে খেলানো যায়। তাই গুরবাজের পাশাপাশি কে এস ভরতের মত কাউকে খুবই দরকার। ভরত টি-২০ স্পেশালিস্ট নন ঠিকই, কিন্তু হাতে শট আছে। কাজে আসতে পারেন।
৪) ফিল সল্ট (ইংল্যান্ড)-ইংল্যান্ডের বিধ্বংসী ওপেনার। দারুণ ফর্মে। কেকেআর-এর কাজে আসতে পারে।
৫) অভিমন্যু ঈশ্বরণ (তামিলনাড়ু)- বাংলার ওপেনার-অধিনায়ক। দারুণ কাজে আসতে পারেন।
কেকেআর যাদের ধরে রেখেছে-- শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নীতীশ রানা, রহমানুল্লাহ গুরবাজ, ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, লোকি ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদি, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, অঙ্কুল রয়, রিঙ্কু সিং।
ছেড়ে দিয়েছে- প্যাট কামিন্স, স্যাম বিলিংস, আমন খান (ট্রেড করেছে), শিবম মাভি, মহম্মদ নবি, চামিকা করুণারত্নে, অ্যারন ফিঞ্চ, আলেক্স হেলেস, অভিজিত তোমার, আজঙ্কা রাহানে, অশোক শর্মা, বাবা ইন্দ্রজিত, প্রথম সিং, রমেশ কুমার, রাসিখ সালামস শেলডন জ্যাকসন।
ট্রেড করে দলে নিয়েছে- শার্দুল ঠাকর (দিল্লি থেকে), গুরবাজ (গুজরাট টাইটান্স থেকে), লোকি ফার্গুসন (গুজরাট টাইটান্স থেকে)
নিলামে হাতে টাকা আছে- ৭ কোটি ৫ লক্ষ
স্লট আছে- ১১টি (৩জন বিদেশী)