Karun Nair: ঘরোয়া ক্রিকেটে অবিশ্বাস্য ফর্ম অব্যাহত ভারতের তারকা ক্রিকেটার করুণ নায়ারের। বিদর্ভের পর এবার নিজের রাজ্য কর্ণাটকের হয়েও করুণের ব্যাট জাদু দেখাচ্ছে। রঞ্জি ট্রফিতে টানা দুটো ম্যাচে সেঞ্চুরি করলেন ভারতীয় ক্রিকেটের 'কামব্যাক ম্যান' করুণ। মঙ্গলপুরমে কেরলের বিরুদ্ধে এদিন চার নম্বরে নেমে দুরন্ত সেঞ্চুরি করে ৩৩ বছরের মিডল অর্ডার ব্যাটার জাতীয় নির্বাচকদের বার্তা পাঠালেন। শিমোগায় গত রঞ্জি ম্যাচে গোয়ার বিরুদ্ধে করুণ ১৭৪ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। চলতি রঞ্জিতে করুণের এটি তৃতীয় ম্যাচ। প্রথম ম্যাচে সৌরাষ্ট্রের বিরুদ্ধে রাজকোটে ৭৩ রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন। ভারতীয় এ দলের হয়েও এখন সুযোগ পাচ্ছেন না করুণ।
ইংল্যান্ড সফরে মন্দ না খেললেও টেস্ট দল থেকে বাদ পড়ছেন করুণ
গত জুনে ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলতে তাঁকে ৮ বছর পর জাতীয় দলে ফেরানো হয়েছিল। ইংল্যান্ডে একেবারে মন্দ খেলেননি করুণ। তবে তাঁকে বাদ দেওয়া হয়। এবার জাতীয় দলে ফেরার লড়াইয়ে ৩৩ বছরের করুণ আবার ঘরোয়া ক্রিকেটে রানের পাহাড় গড়ছেন। জাতীয় নির্বাচকরা আবার তাঁর দিকে তাকান কি না সেটাই দেখার। ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে করুণ প্রথম ইনিংসে যে ৫৭ রানের ইনিংসটা খেলেছিলেন, তাতে খেলার মোড় ঘুরেছিল।
কীভাবে এল সেঞ্চুরি
এদিন, কেরলের বিরুদ্ধে রঞ্জি ম্যাচের প্রথম দিনে মায়াঙ্ক আগরওয়ালের নেতৃত্বে খেলা কর্ণাটক শুরুতেই জোড়া উইকেট হারায়। । আউট হয়ে যান কে অবনীশ (৮) ও মায়াঙ্ক আগরওয়াল (৪৫)। এরপর চতুর্থ উকেটে উইকেটকিপার-ব্যাটার প্রথমে কৃষ্ণানন শ্রীজিত, তারপর রবিচন্দ্রন সমরনকে নিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে তাঁর ২৬তম সেঞ্চুরিটা পূর্ণ করেন করুণ নায়ার। এদিনই আবার প্রথম শ্রেণীর ক্রিকেটে ৯ হাজার রান পূর্ণ করলেন তিনি।
গত রঞ্জিতে বিদর্ভের কাপ জয়ের পিছনে বড় অবদান
গত রঞ্জি ট্রফিতে বিদর্ভের হয়ে খেলা ৪টি সেঞ্চুরি, ২টি হাফ সেঞ্চুরি সহ ৫৪ ব্যাটিং গড়ে করুণ মোট ৮৬৩ রান করেছিলেন। বিদর্ভের তৃতীয়বার রঞ্জি ট্রফি জয়ের পিছনে করুণের বড় অবদান ছিল। এই অনবদ্য পারফরম্যান্স করে ফের জাতীয় দলে ফিরেছিলেন তিনি। এরপর বিদর্ভ ছেড়ে করুণ ফের কর্ণাটকের হয়ে খেলার সিদ্ধান্ত নেন।