ICC Ranking: টেস্টে দেশকে বিশ্বসেরা করে এবার নিজেও সিংহাসনে কেন উইলিয়ামসন, কোহলি চারে

দুবাই, ৩০ জুন: নিউ জিল্যান্ডের ক্রিকেটে সবচেয়ে বড় সাফল্য এনে দেওয়ার পর আইসিসি Ranking-এও সিংহাসন ফিরে পেলেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন (Kane Williamson)। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (World Test Championship Final) ভারতকে হারিয়ে কাপ জেতা নিউ জিল্যান্ডের অধিনায়ক সদ্য প্রকাশিত আইসিসি ক্রমতালিকায় টেস্টে এক নম্বর ব্যাটসম্যানের স্থান ফিরে পেলেন। অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথকে দু নম্বরে ঠেলে দিয়ে এক নম্বর টেস্ট ব্যাটসম্যান হলেন কেন। আরও পড়ুন: Euro 2020: অঘটনের ইউরোয় এবার কোপ সুইডেনের ওপর, ইউক্রেনের কাছে হেরে বিদায় সুইডিশরা

সাউদাম্পটনে ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম ৪৯ ও দ্বিতীয় ইনিংসে ম্যাচ জেতানো অপরাজিত ৫২ রান করেন কেন। দ্বিতীয় ইনিংসে কঠিন পিচ, পরিস্থিতিতে জয়ের জন্য ১৩৮ রান তাড়া করতে গিয়ে ৪৪ রানে দুই ওপেনারের উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকে রস টেলরকে নিয়ে দুরন্ত ইনিংস খেলে দলকে বিশ্বচ্যাম্পিয়ন করেন কেন। ৯০১ রেটিং পয়েন্ট নিয়ে কিউই অধিনায়ক ব্যাটসম্যানদের তালিকায় আছেন শীর্ষে। ৮৯১ পয়েন্ট পেয়ে স্টিভ স্মিথ দু নম্বরে। অস্ট্রেলিয়ার মার্কস লাবুসচানে (৮৭৮)।

ভারত অধিনায়ক বিরাট কোহলি এক ধাপ নেমে আছেন চার নম্বরে (৮৭৮ পয়েন্ট)। বিরাটের পিছনে পাঁচ নম্বরে আছেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। প্রথম দশে বিরাট ছাড়াও আছেন রোহিত শর্মা (৬ নম্বর), ঋষভ পন্থ (৭ নম্বরে)। টেস্টে ব্যাটসম্যানদের Ranking তালিকায় প্রথম দশজনের মধ্যে তিনজন ভারতের, তিনজন অস্ট্রেলিয়ার, দুজন নিউজিল্যান্ড ও একজন ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার।

বোলারদের ক্রম তালিকায় শীর্ষে থাকলেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। দু নম্বরে ফাইনালে দারুণ বল করা রবীচন্দ্রন অশ্বিন।