Joe Root. (Photo Credits: X)

Joe Root: আরও একবার জ্বলে উঠল জো রুটের ব্যাট। ম্যানচেস্টার টেস্টে এদিন রুটের ব্যাটে রেকর্ডের ছড়াছড়ি। কয়েক ঘণ্টার ব্যবধানে একই সঙ্গে তিন কিংবদন্তির রানকে টপকে টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহকারী হওয়ার তালিকায় নাম লেখালেন ইংল্যান্ডের তারকা ব্যাটার। ১৫৭টি টেস্ট খেলে রুট ঢুকে পড়লেন সচিন তেন্ডুলকরের এভারেস্ট সমান রানের মাইলস্টোনের লড়াইয়ে। এদিন ওল্ড ট্রাফোর্ডে তৃতীয় দিনে লাঞ্চের পর চাপের মুখে দাঁড়িয়ে সেঞ্চুরি পূর্ণ করলেন রুট। সেই সঙ্গে টেস্টে সর্বাধিক রানের বিষয়ে রিকি পন্টিং (১৩ হাজার ৩৭৮ রান)-কে টপকে দুই নম্বরে উঠে এলেন রুট। টেস্টে সর্বাধিক রানের বিষয়ে ইংল্য়ান্ডের তারকা ব্য়াটারের সামনে এখন শুধু সচিন তেন্ডুলকর (১৫ হাজার ৯২১ রান)। এই ইনিংসেই জাক কালিস (১৩ হাজার ২৮৯)  ও রাহুল দ্রাবিড় (১৩ হাজার ২৮৮)-কে টপকে যান রুট। ম্যানচেস্টার টেস্টের (Manchester Test) তৃতীয় দিনে লাঞ্চের পর চাপের মুখে দাঁড়িয়ে সেঞ্চুরি পূর্ণ করলেন রুট (Root)। এটি রুটে ৩৮তম টেস্ট সেঞ্চুরি।

টানা দুটি টেস্টে সেঞ্চুরি রুটের

টিম ইন্ডিয়ার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে রুটের এটি দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে সিরিজের তৃতীয় টেস্ট লর্ডসের প্রথম ইনিংসে ১০৪ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন রুট। ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের তারকা ব্যাটারের এটি ১২তম সেঞ্চুরি। স্টিভ স্মিথের রেকর্ড ভেঙে রুট-ই এখন ভারতের বিরুদ্ধে সবচেয়ে বেশি সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন। এদিন ম্য়ানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে লাঞ্চের পরেই ওয়াশিংটন সুন্দর পরপর ওলি পোপ (৭১) ও হ্যারি ব্রুক (৩)কে আউট করে ইংল্যান্ডে চাপে ফেলে দিয়েছিলেন। কিন্তু সেখান থেকে অধিনায়ক বেন স্টোকসকে সঙ্গে নিয়ে দলের লিড ৭৫ রানে পৌঁছে দিতে চলেছেন রুট। ইংল্যান্ডের টপ অর্ডারের চারজনের মধ্যে একজন সেঞ্চুরি ও বাকি তিনজন সেঞ্চুরির খুব কাছাকাছি স্কোর করলেন- জ্যাক ক্রাউলি (৮৪), বেন ডাকেট (৯৪) ও ওলি পোপ (৭১)।

রুটের নজির

রুটের (৩৮) আগে এখন শুধু সচিন (৫১), কালিস (৪৫), পন্টিং (৪১)

টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির বিষয়ে রুট যুগ্মভাবে কুমারা সাঙ্গাকারার সঙ্গে চার নম্বরে উঠে এলেন। রুটের থেকে টেস্টে বেশি সেঞ্চুরি আছে শুধু সচিন তেন্ডুলকর (৫১), জাক কালিস (৪৫), রিকি পন্টিং (৪১)-এর। রুট যে গতিতে সেঞ্চুরি করছেন তাতে এই বিষয়ে পন্টিংয়ের রেকর্ড ভাঙা সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে।