ISL 10 Live Streaming and TV Channel: ২১ সেপ্টেম্বর থেকে শুরু আইএসএল, দেখবেন যে চ্যানেল এবং ওটিটি-তে
ISL Trophy (Image: ISL)

ডুরান্ড কাপ ফুটবল নিয়ে এবার ব্যাপক উন্মাদনা দেখা গিয়েছে। কলকাতার দুই প্রধানের ম্যাচ দেখতে ফুটবলপ্রেমীদের উন্মাদনা দেখে সবাই অবাক হয়ে যান। ডুরান্ডে টিভি রেটিংসেও বেশ সাড়া জাগায়। এবার পালা ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএলের। এবার ISL-এ মোহনবাগান ক্লাবের আগে আর কিছু থাকছেন না। তাই সবার মধ্যেই উন্মাদনা তুঙ্গে। এবার আইএসএল (ISL 10) শুরু ২১ সেপ্টেম্বর থেকে।

এবারের ISL-এর উদ্বোধনী ম্যাচে ২১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে নামবে কেরালা ব্লাস্টার্স ও বেঙ্গালুরু এফসি। গতবাবের চ্যাম্পিয়ন মোহনবাগানের প্রথম ম্যাচ যুবভারতী ক্রীড়াঙ্গনে ২৩ সেপ্টেম্বের, পঞ্জাব এফসি-র বিরুদ্ধে। ইস্টবেঙ্গল নামবে ২৫ সেপ্টেম্বর, জামশেদপুরের বিরুদ্ধে।

দেখুন টুইট

এবার আইএসএল সরাসরি টিভিতে দেখা যাবে স্পোর্টস ১৮ চ্য়ানেলে। ইন্টারনেটে দেখা যাবে জিও সিনেমা অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে। গত ৯টা মরসুমে আইএসএল সরাসরি সম্প্রচারিত হয়েছিল স্টার স্পোর্টস নেটওয়ার্ক ও ডিজনি+হটস্টারে। কিন্তু এবার আইএসএলের টিভি ও ডিজিটালের সম্প্রসারের স্বত্ত্ব কেনে ভায়াকম-১৮।