ফুটবল বিশ্বের অনামী দেশ ইজরায়েলের বড় অঘটন। শনিবার রাতে অনুর্ধ্ব ২০ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে চমকে দিল ইজরায়েল। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ২-২। এরপর এক্সট্রা টাইমের ১০৫ মিনিটে ইজরকায়েলকে জেতানে ১৯ বছরের তুর্গেম্যান। ম্যাচের একেবারে শেষে ইনজুরি টাইমে ব্রাজিল ২-১ গোলে এগিয়ে গিয়েছিল। কিন্তু ম্যাচ শেষের বাঁশি বাজার ঠিক আগে ইজরায়েলের হয়ে সমতা ফেরান শিবিলি। এই প্রথম আন্তর্জাতিক ফুটবলে যে কোনও পর্যায়ে ব্রাজিলকে হারাল ইজরায়েল।
প্রথমবার যুব বিশ্বকাপে খেলতে নেমে সেমিফাইনালে উঠল ইজরায়েল। আর বড়দের মত যুব দলও সেই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল অনুর্ধ্ব ২০ বিশ্বকাপের পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। প্রসঙ্গত, প্রি কোয়ার্টার ফাইনালে নাইজেরিয়ার কাছে হেরে আগেই বিদায় নিয়েছে আয়োজক দেশ আর্জেন্টিনা।
দেখুন টুইট
19 year old Dor Turgeman scored this goal to put Israel 🇮🇱 into Under 20 WC semis.
He beautiful gamed Brazil 🇧🇷 in extra time 🤯 pic.twitter.com/zLgjQHrXkJ
— Maximiliano Bretos (@MaxBretosSports) June 3, 2023
চলতি অনুর্ধ্ব ২০ বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে কলম্বিয়াকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইতালির যুব দল। আজ, রবিবার রাতে কোয়ার্টার ফাইনালের অন্য দুটি ম্যাচে নামছে নাইজেরিয়া বনাম দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র বনাম উরুগুয়ে।