![](https://bnst1.latestly.com/uploads/images/2024/07/Rafah-In-Israel-Hamas-War-380x214.jpg)
ঠিক যেমনটা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের জন্য রাশিয়া ও পুতিনের বিরুদ্ধে করা হয়েছে। যুদ্ধপরাধের রাশিয়াকে বিশ্ব খেলাধুলোর প্রধান দুই মঞ্চে অলিম্পিক ও বিশ্বকাপ ফুটবলে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ফিফা, উয়েফার কোনও টুর্নামেন্টে পুতিনের দেশকে খেলতে দেয় না ফিফা।
রাশিয়ার মত ইজরায়েলকেও যাতে অলিম্পিক ও বিশ্বকাপে নিষিদ্ধ ঘোষণা করা হয় সেই ব্যাপারে ফিফার ওপর চাপ তৈরি করে বিভিন্ন সদস্য দেশ। ইজরায়েলের আগ্রাসনে হাজার হাজার শিশু, মহিলার মৃত্যু হয়েছে। তাতে অলিম্পিক ও বিশ্বকাপ ফুটবলের স্পিরিট মেনে ইজরায়েলকে যাতে খেলতে না দেওয়া হয় তা নিয়ে ঝাঁপিয়ে আরব দেশগুলি, দক্ষিণ আফ্রিকা। কিন্তু আসন্ন অলিম্পিকে ইজরায়েলর ফুটবল দলকে খেলার অনুমতি দিল ফিফা।
তবে ২০২৬ বিশ্বকাপে ইজরায়েলের খেলার সিদ্ধান্ত ঝুলিয়ে রাখল ফিফা। এর আগে মাত্র একবার, ১৯৭০ বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা পেয়েছে ইজরায়েল। অন্যদিকে, ২০১৮ বিশ্বকাপের আয়োজক দেশ রাশিয়া গতবার বিশ্বকাপ থেকে খেলার সুযোগ পাচ্ছে না ফিফা নিষিদ্ধ ঘোষণা করেছে।