ISL |(Photo Credits- ISL-Indian Super League_Facebook)

মুম্বই, ১৩ সেপ্টেম্বর: আইএসএল ২০২১-২২ (ISL 8) এর সূচি ঘোষিত হল। এবারের আইএসএল শুরু হবে দিওয়ালির পর। ১৯ নভেম্বর আইএসএল ৮-এর প্রথম ম্যাচে খেলতে নামবে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। উদ্বোধনী ম্যাচে গতবারের ফাইনালিস্ট এটিকে মোহনবাগানের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। এই ম্যাচটি হবে পঞ্জাবের ফতোদরা স্টেডিয়ামে। ইস্টবেঙ্গলের (East Bengal) প্রথম ম্যাচ ২১ নভেম্বর, জামশেদপুর এফসি-র বিরুদ্ধে, গোয়ার তিলক ময়দান স্টেডিয়ামে। আরও পড়ুন: IPL 2021: সামনেই আইপিএল-র দ্বিতীয় লেগ, জেনে নিন কেকেআর-র পুরো দল ও ম্যাচের সময়

দেখুন টুইট

গতবারের চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি প্রথম ম্যাচে খেলবে ২২ নভেম্বর এফসি গোয়ার বিরুদ্ধে। সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি প্রথম ম্যাচে নামছে ২০ নভেম্বর, নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে।

দেখুন টুইট

আইএসএলের প্রথম ডার্বি মানে এটিকে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচ ২৭ মার্চ, তিলক ময়দান স্টেডিয়ামে।