ISL 2021-22: সরাসরি কীভাবে, কোথায় দেখবেন এটিকে মোহনবাগান বনাম এসসি ইস্টবেঙ্গল ম্যাচ
ATK Mohun Bagan (Photo Credits: Twitter@atkmohunbaganfc)

মারগাঁও, ২৯ জানুয়ারি: আইএসএল (ISL 2021-22)-এ আজ মেগা ম্যাচ। কলকাতা ডার্বিতে মুখোমুখি এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) -এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। এটি টুর্নামেন্টের ৭৫তম ম্যাচ। পয়েন্ট তালিকায় এটিকে মোহনবাগান আট নম্বর স্থানে আছে। এটিকে মোহনবাগান ১০টি খেলা ৪টি-তে জিতেছে, ৪টি-তে ড্র করেছে এবং দুটিতে জিতেছে। অন্যদিকে এসসি ইস্টবেঙ্গল ১৩টি ম্যাচ খেলে মাত্র ১টি-তে জিতে সবার শেষে আছে।

এটিকে মোহনবাগান-এর কাছে এই ডার্বি ছন্দে ফেরার। আজ ডার্বিতে জিতলে ১৯ পয়েন্ট পেয়ে চার নম্বরে ওঠার সুযোগ থাকছে এটিকে মোহনবাগানের কাছে। ১৩ ম্যাচে ২৩ পয়েন্ট পেয়ে আইএসএল-এ এখন শীর্ষে আছে হায়দ্রাবাদ। ফলে এটিকে মোহনবাগান (১০ ম্যাচে ১৬) ডার্বি জিতে গেলে অনেকটাই সুবিধাজনক অবস্থায় থাকবে। এসসি ইস্টবেঙ্গল-এর কাছে এই ডার্বি সম্মানরক্ষার। একেবারে লজ্জাজনকভাবে খেলা এবারের ISL-এ বলার মত কিছু করতে হলে আজ জিততেই হবে ইস্টবেঙ্গলকে। আরও পড়ুন: অস্ট্রেলিয়ার ৪২ বছরের প্রতীক্ষার অবসান 

আইএসএলে এটিকে মোহনবাগান বনাম এসসি ইস্টবেঙ্গল ম্যাচটি কবে, কোথায় হবে

আজ, শনিবার ২৯ জানুয়ারি আইএসএলে এটিকে মোহনবাগান বনাম এসসি ইস্টবেঙ্গল ম্যাচটি আয়োজিত হবে। গোয়ার মারাগাঁওয়ে পিজিএন স্টেডিয়ামে হবে এই ম্যাচ

কটা থেকে শুরু হবে এই ম্যাচ

ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হবে খেলা।

টিভিতে কোথায় কীভাবে সরাসরি দেখা যাবে এই ম্যাচ

এটিকে মোহনবাগান বনাম এসসি ইস্টবেঙ্গল ম্যাচটি সরাসরি স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে দেখা যাবে। স্টার স্পোর্টস ২, স্টার স্পোর্টস ৩, স্টার স্পোর্টস ২ এইচডি-র পাশাপাশি স্টারের আরও কিছু চ্যানেলে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সরাসরি দেখানো হবে ম্যাচ।

অনলাইনের মাধ্যম কীভাবে দেখা যাবে এই ডার্বি ম্যাচ

ডিজনি +হটস্টার-এর মাধ্যমে সরাসরি দেখা যাবে খেলা। পাশাপাশি জিও টিভি ও এয়ারটেল এক্সট্রিমেও দেখা যাবে ম্যাচ।