আইএসএল ২০২১-২২ (ISL 2021-22)-এ দুরন্তভাবে ডার্বি জয়ের পরই মুম্বই সিটি এফসি (Mumbai City FC) -র কাছে ১-৫ গোলে হারের ধাক্কা পেতে হয় এটিকে মোহনবাগান। পাঁচ গোলে হারের পর এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) আজ, সোমবার আইএসএলে তাদের চতুর্থ ম্যাচে নামছে জামশেদপুর এফসি (Jamshedpur FC)-র বিরুদ্ধে। মুম্বই ম্যাচের কথা ভুলে উঠে জামেশদপুরকে হারিয়ে আবার জয়ের রাস্তায় ফেরাই এখন সবুজ মেরুবন শিবিরের লক্ষ্য। ৩ ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে এটিকে মোহনবাগান এখন লিগ তালিকায় চতুর্থ স্থানে।
তবে আজ জিতলেই ফের শীর্ষস্থানে উঠতে পারবে আন্তোনিও লোপেজ হাবাসের দল। ঘর সামলেই আক্রমণে যেতে চায় এটিকে মোহনবাগান। ডার্বি ম্যাচে যেভাবে ইস্টবেঙ্গলকে হারানো হয়েছিল, সেই স্ট্র্যাটেজিতে ফিরেই জামেশেদপুর এফসিকে হারাতে চান হাবাস। আরও পড়ুন: কঠিন কোয়ারান্টাইন বিধির কারণে পারথ থেকে সরল অ্যাসেজ টেস্ট
জামেশেদপুর এফসি এখনও পর্যন্ত ৩টি ম্য়াচে খেলে জিতেছে ১টিতে , ড্র করেছে দুটিতে। এখনও পর্যন্ত চেন্নাইন এফসি, আর জামশেপদপুরই চলতি আইএসএলে কোনও ম্যাচে হারেনি। রক্ষণ বেশ শক্তিশালী জামেশেদপুরের। আজ এটিকে মোহনবাগানকে চমকে দিতে তৈরি জামশেদপুর। প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলকে রুখে দিয়েছিল এই জামেশেদপুর।
এক নজরে এটিকে মোহনবাগান বনাম জামেশেদপুর এফসি ম্যাচ নিয়ে জরুরি কথা-
এটিকে মোহনবাগান-জামেশেদপুর এফসি ম্যাচ কবে কোথায় আয়োজিত হবে
আইএসএল ২০২১-২২ এ এটিকে মোহনবাগান বনাম জামশেদপুর এফসি ম্যাচ ৬ ডিসেম্বর, সোমবার আয়োজিত হবে। গোয়ার বাম্বোলিমের জিএমসি অ্যাথলেটিক স্টেডিয়ামে আয়োজিত হবে।
কখন থেকে শুরু হবে এই ম্যাচ
আজ, সোমবার ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হবে ম্যাচ।
কোন টিভি চ্যানেলে সরাসরি দেখা যাবে ম্যাচ
স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে সরাসরি দেখা যাবে ম্যাচ। স্টার স্পোর্টস টু এইসডি ও এইচডি-তে সন্ধ্যা ৭.৩০টা থেকে সরাসরি দেখানো হবে খেলা। জলসা মুভিজে বাংলা ধারাভাষ্যে দেখা যাবে খেলা।
অনলাইনে কীভাবে দেখা যাবে এই খেলা
ডিজনি+হটস্টারের মাধ্যমে সরাসরি দেখা যাবে খেলা।
পয়েন্ট তালিকায় দু দল কোন জায়গায় দাঁড়িয়ে
৩ ম্যাচে ২টো জয়, একটা হারের ফলে এটিকে মোহনবাগানের পয়েন্ট ৬। এটিকে মোহনবাগান লিগ তালিকায় চার নম্বরে দাঁড়িয়ে। আজ জিতলে তারা পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে যেতে পারে। অন্যদিকে, জামেশদপুর ১টি জয়, ২টি ড্রয়ের সুবাদে পাঁচ পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে আছে। আজ জিতলে জামশেদপুর পয়েন্ট তালিকায় দু নম্বরে উঠে যাবে।