PBKS won the toss, will bowl first. (Photo Credits:X)

IPL Final 2025 RCB vs PBKS: আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হয়ে গেল আইপিএল ২০২৫-এর ফাইনাল। এদিন ফাইনালে যেই জিতুক একটা জিনিস নিশ্চিত আইপিএল পেতে চলেছে নতুন চ্যাম্পিয়ন। রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে টসে জিতে পঞ্জাব সুপার কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ার টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিলেন। তার মানে আরসিবি-র সমর্থকদের ভিড়ে ঢেকে যাওয়া আমেদাবাদে প্রথমে ব্যাট করতে নামবেন বিরাট কোহলি। কোয়ালিফায়ার টু-তে মুম্বইয়ের মত ফাইনালে রান তাড়া করে জেতার ল দুটি দলই প্রথম একাদশে কোনও পরিবর্তন করল না। তার মানে কোয়ালিফায়ারে যে দলটা খেলেছিল, বেঙ্গালুরু ও পঞ্জাব দুটি দলই একই একাদশ নিয়ে খেলতে নামল।

বৃষ্টি থেমে সঠিক সময়েই শুরু হয়েছে ফাইনাল

এদিন ফাইনাল শুরুর ঘণ্টা আড়াই আগে আমেদাবাদে বৃষ্টি শুরু হয়। তারই মধ্যে হাজারে হাজারে আরসিবি ভক্তরা মোদী স্টেডিয়ামে ঢুকতে শুরু করেন। পরে বৃষ্টি থামলে, সঠিক সময়েই টস হয়। এদিন মোদী স্টেডিয়ামে ৭৫ শতাংশই কোহলির বেঙ্গালুরুর সমর্থকরা আছেন। আমেদাবাদকে এখন মিনি বেঙ্গালুরু বলা যায়।

টসে জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত পঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ারের

কোহলির প্রথম নাকি শ্রেয়সের ডবল

দীর্ঘ ৯ বছর পর আইপিএলের ফাইনালে খেলছেন বিরাট কোহলি। অন্যদিকে, দীর্ঘ ১১ বছর বাদে তাদের দ্বিতীয় আইপিএলে খেলতে নামবে প্রীতি জিন্টার পঞ্জাব কিংস। আজ ফাইনালে বিরাট কোহলির বেঙ্গালুরু বা প্রীতি জিন্টার পঞ্জাব যেই জিতুক, তারাই প্রথমবার আইপিএল খেতাব জিতছে। ১৮ বছরের চেষ্টায় এই প্রথম বিরাট কোহলি 'অধরা মাধুরী' আইপিএল জিততে পারেন কি না সেটাই দেখার। ইতিহাসের সামনে দাঁড়িয়ে পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার। আইপিএলের ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে তিনটি আলাদা দলের হয়ে ফাইনালে খেলতে নামছেন শ্রেয়স। আজ জিতলে, প্রথম অধিনায়ক হিসেবে আইপিএলে দুটো আলাদা ফ্র্য়াঞ্চাইজিকে নেতৃত্ব দিয়ে কাপ জিতবেন শ্রেয়স আইয়ার।

বেঙ্গালুরুর (RCB) প্রথম একাদশ:

বিরাট কোহলি, ফিল সল্ট, মায়াঙ্ক আগরওয়াল, রজত পতিদার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা, রোমারিও শেফার্ড, ক্রুনাল পান্ডিয়া, ভূবনেশ্বর কুমার, যশ দয়াল, জোস হ্য়াজেলউড। (সম্ভবত ইমপ্যাক্ট সাব- সূয়েশ শর্মা)।

পঞ্জাবের (PBKS) প্রথম একাদশ-

প্রিয়াংশ আরিয়া, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), জোশ ইংলিশ (উইকেটকিপার), নেহাল ওয়াধরা, মার্কস স্টোয়নিস, শশাঙ্ক সিং, আঝমাতুল্লা ওমরঝাই, যুজবেন্দ্র চাহাল, বিজয়কুমার বৈশাখ, কেইল জেমিসন, আর্শদীপ সিং। (সম্ভবত ইমপ্যাক্ট সাব- প্রভসিমরন সিং)।