মুম্বই, ৫ নভেম্বর: আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবে হতে চলা আইপিএলের মেগা নিলামের (IPL 2024 Auction) জন্য মোট ১৫৭৪ জন ক্রিকেটার নথিভুক্ত হলেন। তাঁদের মধ্যে আছেন ৪০৯ জন বিদেশী ক্রিকেটার। ভারত সহ মোট ২০টি দেশের ক্রিকেটারদের নিয়ে নিলাম হবে। নিলামে নথিভুক্ত হয়েছেন ইতালির এক ক্রিকেটারও। ইতালির সেই ক্রিকেটারের নাম জো বার্নস। অস্ট্রেলিয়ার হয়ে তিনি ২০১৪-২০ সালের মধ্যে মোট ২৩টি টেস্ট, ৬টি ওয়ানডে ও ৫টি আন্তর্জাতিক টি-২০ খেলেছেন।
ভাইয়ের ইচ্ছাপূরণ করতে বার্নস অস্ট্রেলিয়া ছেড়ে ইতালি গিয়ে নাগরিকত্ব নিয়ে সেখানকার জাতীয় দলে খেলছেন। ইতালির হয়ে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সেঞ্চুরিও করেছেন বার্নস। এই প্রথম আইপিএলে ইতালির কোনও ক্রিকেটার নিলামে থাকছেন।
আইপিএলের নিলামের জন্য নথিভুক্ত হলেন ১৫৭৪ জন ক্রিকেটার
IPL 2025 MEGA AUCTION:
Venue - Jeddah. 🏟️
Dates - 24th & 25th November. 🗓️
Players registered - 1,574. 🚨
Slots to be filled - 204. ⚒️#IPLAuction pic.twitter.com/BduVSWNo1F
— Shivam Tripathi¹ ✗ 💥 (@iamshivam222) November 5, 2024
নিলামে ভারতের ১ হাজার ১৬৫ জন, দক্ষিণ আফ্রিকার ৯১ জন, অস্ট্রেলিয়ার ৭৬, ইংল্যান্ডের ৫২, নিউ জিল্যান্ডের ৩৯, ওয়েস্ট ইন্ডিজের ৩৩, শ্রীলঙ্কার ২৯, আফগানিস্তানের ২৯, বাংলাদেশের ১৩, নেদারল্যান্ডসের ১২, আমেরিকা যুক্তরাষ্ট্রের ১০, আয়ারল্যান্ড ৯ জন, জিম্বাবোয়ের ৮, কানাডার ৪, স্কটল্যান্ডের ২, ও ইতালি ও ইউএই-র ১জন করে ক্রিকেটার থাকছেন।