RCB in IPL Final 2025. (Photo Credits:X)

IPL 2025 Final: আজ, আইপিএলের ফাইনালে (RCB vs PBKS) খেলতে দেখা যাবে নতুন বাবা-কে। যিনি গার্লফ্রেন্ডের সন্তানসম্ভবা বলে ফাইনালে ওঠার পরই তড়িঘড়ি দেশে ফিরেছিলেন। আমেদাবাদে আইপিএলের ফাইনালে খেলা নিয়েও ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছিল। যা শুনে মাথায় হাত পড়ে গিয়েছিল তাঁর দলের সমর্থকদের। কিন্তু সব আশঙ্কা দূরে সরিয়ে রেখে আজ, মঙ্গলবার পঞ্জাব কিংস ইলেভেনের বিরুদ্ধে খেলতে নামছেন আরসিবি-র ব্রিটিশ তারকা ফিল সল্ট (Phil Salt)। দুরন্ত ফর্মে থাকা সল্ট এদিন ইংল্যান্ড থেকে সোজা আমেদাবাদে ফিরে দলের সঙ্গে যোগ দেন।

প্রথমবার সন্তানের বাবা হওয়ার খুশি নিয়েই আজ, মঙ্গলবার আইপিএলের ফাইনালে নেমে পড়ছেন সল্ট। সল্টের গার্লফ্রেন্ড আবি ম্যাকলাভেন (Abi McLaven) সন্তানের জন্ম দেন বলে খবর। সল্ট ও আবি-র সঙ্গে সম্পর্কের শুরু ২০২০ সালে। এখনও দুজনে বিয়ে না করলেও একসঙ্গে থাকেন।

দেশ থেকে সোজা আমেদাবাদে ফিরে দলের সঙ্গে যোগ দিলেন সল্ট

গত বৃহস্পতিবার কোয়ালিফায়ার ওয়ানে সল্ট ২৭ বলে ৫৬ রানের অপরাজিত দুরন্ত ইনিংস খেলেন। চলতি আইপিএলে ১২টি ম্যাচ খেলে ব্রিটিশ ওপেনার সল্ট ৩৮৭ রান করেন, স্ট্রাইক রেট ১৭৬। অন্তত ৩-৪টি ম্যাচের ফল RCB-র পক্ষে আসে সল্টের ব্যাটের ঝড়ে। আইপিএল ফাইনালে আরসিবি-র প্রথমবার কাপ জয়ের বিষয়টি অনেকটা নির্ভর করবে বিরাট কোহলি ও ফিল সল্ট ওপেনিং জুটিতে কতটা ভাল করে তার ওপর। প্রসঙ্গত, কেকেআর ছেড়ে দেওয়ার সল্টকে নিলামে সাড়ে ১১ কোটি টাকায় কিনেছিল বেঙ্গালুরু।