মুম্বই, ১৭মে: মঙ্গলবার ওয়াাংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ন্সের (Mumbai Indians) বিরদ্ধে সান রাইজার্সের (Sunrisers Hyderabad) জয়ে আইপিএলের (IPL 2022) প্লে অফে ওঠার লড়াই আরও জমে গেল। এদিন হারলেই বিদায় নিত হায়দরাবাদ। কিন্তু রাহুল ত্রিপাঠি-উমরন মালিকের সৌজন্যে ৩ রানের জয়ে প্লে অফের রাস্তায় আরও জ্যাম হয়ে গেল। দশ দলের আইপিএলে সবার ১৩টা করে ম্যাচ হয়ে গেল। সবারই বাকি থাকল আর একটা ম্যাচ। মুম্বই, চেন্নাই বিদায় নিয়েছে। দশ দলের আইপিএল এখন তিনটে দলের প্লে অফে ওঠা নিশ্চিত। গুজরাট টাইটান্স (২০), রাজস্থান রয়্যালস (১৬ পয়েন্ট), তিনে লখনৌ সুপার জায়েন্টস (১৬)। বাকি ৫টা দলের মধ্যে যে কেউ প্লে অফে উঠতে পারে।
চার, পাঁচে যথাক্রমে দিল্লি ক্যাপিটালস (১৪), বেঙ্গালুরু (১৪)। ছয়, সাত, আটে তিনটি দলই ১২ পয়েন্টে আছে। নেট রানরেটে যথাক্রমে কলকাতা, পঞ্জাব, হায়দরাবাদ। আরও পড়ুন: South Africa Cricket Team: ভারত সফরে কার নেতৃত্বে খেলবে দ.আফ্রিকা, কেমন দল আনছে প্রোটিয়ারা
শেষ রাউন্ডের ম্যাচে কলকাতা খেলবে লখনৌ-য়ের বিরুদ্ধে, বেঙ্গালুরুর প্রতিপক্ষ গুজরাট, হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে পঞ্জাব , দিল্লি মুখোমুখি হবে মুম্বইয়ের। শেষ ম্যাচে রাজস্থান খেলবে চেন্নাইয়ের বিরুদ্ধে।
দেখুন টুইট
Sunrisers Hyderabad alive in this IPL 2022 for playoffs spot. SRH beat Mumbai Indians by 3 runs.
— CricketMAN2 (@ImTanujSingh) May 17, 2022
এদিন, মুম্বই ইন্ডিয়ন্সের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে সানরাইজার্স হায়দরাবাদ করে ৬ উইকেটে ১৯৩ রান। রাহুল ত্রিপাঠি ৪৪ বলে ৭৬ রানের অনবদ্য ইনিংস খেলেন। নিকোলাস পুরান ২২ বলে করেন ৩৮ রান। মুম্বই ইন্ডিয়ন্সের পঞ্জাবী পেসার রমনদীপ সিং ২০ রান দিয়ে ৩ উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে মুম্বইয়ের দুই ওপেনার অধিনায়ক রোহিত শর্মা (৩৬ বলে ৪৮) ও ইশান কিষাণ (৩৪ বলে ৪৩) দারুণ শুরু করেন। কিন্তু দলের ৯৬ রানের মাথায় রোহিত আউট হতেই মুম্বইয়ের ইনিংস ধস নামে। বিনা উইকেটে ৯৫ থেকে ১৪৪ রানে ৫ উইকেট হারায় মুম্বই।
একটা সময় মনে হচ্ছিল বড় ব্য়বধানেই হারতে চলেছেন রোহিতরা।সেই সময়ই মুম্বই ইন্ডিয়ন্সের সিঙ্গাপুরিয়ান ব্যাটসম্যান টিম ডেভিড ১৮ বলে ৪৬ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন। দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে যান ডেভিড। এরপর একেবারে শেষের দিকে রমনদীপ সিং (৬ বলে ১৪) খেলা জমিয়ে দিয়েছিলেন। ম্যাচের শেষ বলে ওভার বাউন্ডারি হাঁকান রমনদীপ। যেখানে শেষ বলে মুম্বইকে জিততে হলে ১০ রান করতে হত।