MS Dhoni (Photo Credits: IANS)

মুম্বই, ৯ এপ্রিল: গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) চলতি আইপিএল(IPL 2022) তাদের চতুর্থ ম্যাচেও হেরে গেল। শনিবার চেন্নাইকে ৮ উইকেটে হারল সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Hydrabad)। প্রথমে ব্যাট করে চেন্নাই করেছিল ৭ উইকেটে ১৫৪ রান। জবাবেব ব্যাট করতে নেমে ১৪ বল বাকি থাকতে ২ উইকেট হারিয়ে সেই রান তুলে নেয় কেন উইলিয়ামসনের দল। ৫০ বলে ৭৫ রানের দুরন্ত ইনিংস খেলে সানরাইজার্সের ওপেনার অভিষেক শর্মা ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

অধিনায়ক কেন উইলিয়ামসন ৩২, ও রাহুল ত্রিপাঠি ১৫ বলে অপরাজিত ৩৯ রানের ইনিংস খেলে দলকে জেতান। চেন্নাইয়ের বোলিং একেবারে খারাপ হয়। হলুদ ব্রিগেডের ব্যাটিংয়ের অবস্থাও তথৈবচ ছিল। ধোনি ৩ রানে আউট হন। চেন্নাইয়ের পক্ষে সর্বোচ্চ রান করেন মইন আলি (৪৮)। আরও পড়ুন: আগুনের গোলা! ১৫৩.১ কিমি-প্রতি ঘণ্টায় বল করে আগুন ঝরালেন উমরন মালিক

চলতি আইপিএলে সান রাইজার্স তাদের প্রথম জয় পেল। তবে ধোনি-জাদেজার সেই শূন্য পয়েন্টেই পড়ে থাকলেন। মহেন্দ্র সিং ধোনি টুর্নামেন্ট শুরুর ঠিক আগে দলের দায়িত্ব রবীন্দ্র জাদেজার কাঁধে তুলে দিয়েছিলেন। কিন্তু জাদেজা চারটে ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েও এখনও জয়ের মুখ দেখতে পেলেন না। কলকাতার বিরুদ্ধে ৬ উইকেটে হার দিয়ে চলতি আইপিএলে অভিযান শুরু করেছিল গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই। কলকাতার পর লখনউয়ের কাছে ৬ উইকেটে, পঞ্জাবের বিরুদ্ধে ৫৪ রানে হারেন ধোনি-জাদেজার। এরপর এদিন সানরাইজার্সের কাছে ৮ উইকেটে হার চেন্নাইয়ের। সব মিলিয়ে বাইশের আইপিএলের চেন্নাইয়ের অবস্থা একেবারে খারাপ।