KKR vs DC, IPL 2021: দিল্লিকে হারিয়ে প্লে অফের পথ চওড়া করল কেকেআর, দুরন্ত নারিন-ভেঙ্কটেশরা
Sunil Narine (Photo Credits: Twitter)

শারজা, ২৮ সেপ্টেম্বর: আইপিএলে (IPL 2021) দুরন্ত জয় কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders)। মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে আবুধাবিতে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)-কে তিন উইকেটে হারিয়ে প্লে অফে ওঠার পথ চওড়া করল কলকাতা। এই জয়ের সুবাদে ১১ ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ করে চতুর্থ স্থানটা মজবুত করল শাহরুখ খানের দল। সংযুক্ত আরবআমিরশাহি (UAE)তে আইপিএল ২০২১-এর দ্বিতীয়ার্ধে খেলতে নেমে কেকেআর চারটে ম্যাচে জিতল তিনটিতে। যেখানে ভারতে আইপিএলের প্রথমার্ধে ৭টা খেলে শাহরুখের দল জিতেছিল মাত্র দুটিতে। আরবমুলুকে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB), মুম্বই ইন্ডিয়ন্স (Mumbai Indian) ও দিল্লি ক্যাপিটালস (DC) কে কে হারাল কলকাতা। আর চেন্নাই সুপার কিংসের (CSK) বিরুদ্ধে অল্পের জন্য হার।

চলতি আইপিএলে লিগে কেকেআর-এর আর তিনটি ম্যাচ বাকি থাকল- ১) পঞ্জাব কিংস (১ অক্টোবর), ২)হায়দ্রাবাদ (৩ অক্টোবর), ৩) রাজস্থান রয়্যালস (৭ অক্টোবর)। আরও পড়ুন: হাঁটুতে চোট পেয়ে আইপিএল শেষ, দেশে ফিরলেন কেকেআর-স্পিনার কুলদীপ যাদব

টসে জিতে প্রথমে বল করতে নেমে সুনীল নারিনরা বাজিমাত করেন। শিখর ধাওয়ান, স্টিভ স্মিথ, ঋষভ পন্থদের মত মজবুত ব্যাটিংলাইন আপকে মাত্র ১২৭ রানে বেঁধে রেখে জয়ের গুরত্বপূর্ণ কাজটা সেরে নেন কেকেআর বোলাররা। লোকি ফার্গুসন থেকে সুনীল নারিন, বরুণ চক্রবর্তী এমনকী ভেঙ্কটেশ আইয়ার দলের ষষ্ঠ বোলার হিসেবে বল করতে এসেও দারুণ সফলতা পান। চলতি মরসুমে কেকেআর-এর জার্সিতে অভিষেক হওয়া আইয়ার ২৯ রানে নেন ২ উইকেট। নারিন ১৮ রান দিয়ে দেন দুটি উইকেট। লোকি ফার্গুসন দিল্লির দুই ওপেনার স্টিভ স্মিথ, শিখর ধাওয়ানকে আউট করেন। দিল্লির পক্ষে সর্বোচ্চ রান ঋষভ পন্থ (৩৯),স্টিভ স্মিথ (৩৬)। দিল্লির ব্যাটসম্যানদের কখনই মাথায় চড়তে দেননি কেকেআর বোলাররা।

জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলতে নেমে মাঝেমাঝেই উইকেট হারাতে থাকেন কেকেআর ব্যাটসম্যানরা। ভেঙ্কটেশ আইয়ার শুরুটা ভাল করলেও ললিত যাদবের বলে ১৪ রানে বোল্ড হয়ে যান। রাহুল ত্রিপাঠি (৯)-ও তেমন কিছু করতে পারেননি। এরপর রাবাদার বলে আউট হন শুবমন গিল (৩০)। গিলের পর নেমে অশ্বিনের বলে শূন্য রানে আউট হন অধিনায়ক ইয়ন মর্গ্যান। এরপর ছোট্ট ভাল ইনিংস খেলে বোল্ড হয়ে যান দীনেশ কার্তিক (১২ রান)। শেষে নীতীশ রানা-সুনীল নারিন দলের জয় নিশ্চিত করেন।  তবে জয় থেকে ৬ রান দূরে থাকা অবস্থায় আউট হয়ে যান নারিন। তার টিম সাউদিও আউট হন। একেবারে শেষে রানা (৩২ অপরাজিত) দলের জয় নিশ্চিত করেন।