Neymar. (Photo Credits: Twitter)

প্যারিস, ২৩ সেপ্টেম্বর:  কাতার বিশ্বকাপের বাদ্যে বেজে গিয়েছে। নভেম্বরে শুরু হয়ে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২২। তার আগে ক্লাব ফুটবলের বিরতিতে বিশ্বকাপের প্রস্তুতিতে নেমে পড়ছে বিভিন্ন দেশ। আজ, শুক্রবার রাতে নেমে পড়ছে ব্রাজিল-ও। ফ্রান্সের হেভেরি আয়োজিত প্রীতি ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ ঘানা। যে ঘানাকে আফ্রিকার ব্রাজিল হিসেবে ডাকা হয়।

বিশ্বকাপের যোগ্যতা নির্ণয়ক পর্বে রেকর্ড সংখ্যাক পয়েন্ট পেয়ে কাতার বিশ্বকাপের মূলপর্বে উঠে চমকে দেয় তিতে-নেইমারদের দল। নিজেদের দেশের মাটিতে কোপা আমেরিকা ফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পর থেকে ব্রাজিল বেশ ভাল ফুটবল খেলছে। ঘানাকে হারিয়ে ছন্দ ধরে রাখতে মরিয়া পেলের দেশ। আরও পড়ুন- সরাসরি কীভাবে দেখবেন ভারত-অস্ট্রেলিয়া নাগপুর টি-২০ ম্যাচ

কাতার বিশ্বকাপে ব্রাজিলের গ্রুপ আছে সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুন। অন্যদিকে ঘানা পড়েছে পর্তুগাল, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়ার সঙ্গে এক গ্রুপে।

ব্রাজিল-ঘানা ম্যাচ কবে কোথায় আয়োজিত হবে

ভারতীয় সময় অনুয়ায়ী রাত ১২টা থেকে ২৪ সেপ্টেম্বর, শনিবার শুরু হবে এই প্রীতি ম্যাচ। ফ্রান্সের হাভরের স্টাডে ওসেয়ানাতে হবে এই খেলা।

কোন টিভি চ্যানেলে সরাসরি দেখা যাবে ম্যাচ

ভারতের কোনও টিভি চ্যানেলে সরাসরি দেখানো হবে না এই খেলা।

অনলাইনে কীভাবে দেখা যাবে খেলা

ব্রাজিল ফুটবল ফেডারেশনের অফিসিয়াল ইউ টিউব চ্যানেলে সরাসরি স্ট্রিমিং করা হবে এই ম্যাচ।