![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2019/06/jasprit-bumrah-1-784x441-380x214.jpg)
সিরিজ বাঁচানোর লড়াইয়ে আজ, শুক্রবার নাগপুরে নামছে ভারতীয় ক্রিকেট দল। মোহালিতে ২০৮ রান করেও হতশ্রী বোলিংয়ের কারণে হারের পর মানসিক দিক থেকে কিছুটা পিছিয়ে পড়েই অ্যারন ফিঞ্চ-দের বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া। নাগপুরে দলে ফিরছেন তারকা পেসার জশপ্রীত বুমরা। এশিয়া কাপের পর চোট সারিয়ে স্কোয়াডে ফিরলেও মোহালিতে খেলেননি বুমরা। বুমরা ছাড়া ভারতীয় ডেথ বোলিং একেবারেই খারাপ হয়। ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেলরা একেবারেই ভাল বল করতে পারেননি। সিরিজ বাঁচানোর লড়াইয়ে তাই বুমরা ফিরছেন। টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে না থাকা উমেশ যাদবের পরিবর্তে খেলতে চলেছেন বুমরা।
অন্যদিকে, মোহালিতে জয়ের পর চনমনে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আগামী মাসে নিজেদের দেশের মাটিতেই টি-২০ বিশ্বকাপে নামছেন অজিরা। তার আগে ভারতে সিরিজ জিততে পারলে, এর চেয়ে ভাল কিছু আর হতে পারে না ফিঞ্চদের কাছে। আরও পড়ুন-ইংল্যান্ডে সিরিজ জয় হরমনপ্রীত কৌর-দের
নাগপুরেই সিরিজ জিততে মরিয়া অজিরা প্রথম একাদশে পরিবর্তনের পথে যাচ্ছে না। বোলিং ভাল না হলেও, ক্যামরন গ্রিন, ম্যাথু ওয়েড যেভাবে রান তাড়া করে জিতিয়েছেন তা নিয়ে দারুণ খুশি অজি টিম ম্যানজেমেন্ট।
এক নজরে মোহালির টি-২০ ম্যাচ নিয়ে কিছু জরুরি কথা
ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-২০ ম্যাচ কবে, কোথায় আয়োজিত হবে
ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-২০ ম্যাচ নাগপুরে, আজ শুক্রবার আয়োজিত হবে
কখন থেকে শুরু হবে খেলা
ভারতীয় সময় সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে খেলা
টিভিতে কীভাবে সরাসরি দেখা যাবে ম্যাচ
স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে সরাসরি দেখানো হবে খেলা। স্টার স্পোর্টস ওয়ান ও থ্রি-র এসডি ও এইচডি-তে সরাসরি দেখানো হবে খেলা। স্টার স্পোর্টস সিলেক্ট ১-ও সরাসরি দেখানো হবে খেলা।
অনলাইনে কীভাবে সরাসরি দেখানো হবে খেলা
ডিজনি+হটস্টারের মাধ্যমে অনলাইনে সরাসরি দেখা যাবে খেলা