Ruturaj Gaikwad. (Photo Credits: Twitter)

এশিয়ান গেমসে ক্রিকেটের সূচি ঘোষিত হল। টানা তিনদিন তিনটে ম্যাচ জিতলেই এশিয়ান গেমসে (Asian Games Cricket 2023) সোনা জিতবে ভারতীয় পুরুষ ক্রিকেট দল। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে চিনের হাংঝাউতে শুরু হবে এশিয়ান গেমস। এবারের এশিয়াডে পুরুষ ও মহিলাদের ক্রিকেটে মোট ১৮টি দেশ অংশ নেবে। ভারতীয় পুরুষ দলের ক্রিকেটাররা সেই সময় বিশ্বকাপ নিয়ে ব্যস্ত থাকায়, চিনে এশিয়াডে দ্বিতীয় সারির দল পাঠাচ্ছে বোর্ড। এশিয়ান গেমসে ঋতুরাজ গায়কোয়েড়ের নেতৃত্বে খেলবে টিম ইন্ডিয়া। যশস্বী জয়সওয়াল থেকে রাহুল ত্রিপাঠি, তিলক ভর্মা থেকে রিঙ্কু সিংদের মত তরুণদের এশিয়ান গেমসে খেলতে পাঠাচ্ছে বিসিসিআই।

এবারের এশিয়ান গেমসের প্রতিটি খেলাকে আন্তর্জাতিক ম্যাচের স্বীকৃতি দিল আইসিসি। ফলে ঋতুরাজ, রিঙ্কু সিং, জিতেশ শর্মা-রা, শিবম মাভিরা এশিয়ান গেমসে যাই রান করুন বা উইকেট নিন তা তাদের কেরিয়ার আন্তর্জাতিক কেরিয়ারে রেকর্ডে যোগ হবে। আরও পড়ুন-ক্রিকেট থেকে কি অবসর নিচ্ছেন ভুবনেশ্বর কুমার? ইনস্টাগ্রাম ঘিরে জল্পনা

দেখুন টুইট

এশিয়ান গেমসে পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশের মত ভারতীয় পুরুষ দল সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে খেলবে। তার মানে তিনটি ম্যাচ জিতলেই এশিয়াডে সোনা জিতবেন ঋতুরাজ, রিঙ্কুরা। আর দুটো ম্যাচ জিতলে পদক নিশ্চিত হবে ঋতুদের। আগামী ৫ অক্টোবর এশিয়ান গেমসে তাদের প্রথম ম্যাচে নামবেন ঋতুরাজ-রা। এরপর ৬ ও ৭ অক্টোবর যথাক্রমে সেমিফাইনাল ও ফাইনাল।