Photo Credits: Twitter@ianuragthakur

নয়াদিল্লি: ১৯৮১ সালে বিশ্ব তীরন্দাজি চ্যাম্পিয়ানশিপ (Archery World Championships) প্রতিযোগিতায় পথ চলা শুরু করেছিল ভারত (India)। তারপর থেকে মহিলাদের যুগ্ম বিভাগে চারবার ফাইনাল উঠলেও সোনার মেডেল (gold medal) অধরাই ছিল। শুক্রবার সেই স্বপ্ন পূরণ করে ভারতীয় মহিলাদের যুগ্ম দলের তিন কাণ্ডারি জ্যোতি সুরেখা ভেন্নাম, অদিতি গোপীচাঁদ স্বামী ও পরণীত কাউর তৈরি করলেন ইতিহাস (History)।

পথ চলা শুরু করার ৪২ বছর পার করে শীর্ষ বাছাই মেক্সিকোকে হারিয়ে ৪৩ বছরে ভারতে নিয়ে এল বহু প্রতীক্ষিত সোনার মেডেল (India's first-ever gold medal )। এবার প্রতিযোগিতায় (Archery World Championships 2023) ভারতের জন্য খাতা খুলে একপেশে ফাইনালে মেক্সিকোকে হারাল ২৩৫-২২৯ স্কোরে। এর আগে কোয়ার্টার ফাইনালে চাইনিজ তাইপে-কে ২২৮-২২৬ স্কোরে হারানোর পর সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ান কলম্বিয়াকে ২২০-২১৬ স্কোরে হারিয়ে ছিল ভারতীয় মহিলা টিম।

ভারতের নারীশক্তির এই জয়ে উচ্ছ্বসিত কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর (Union minister Anurag Thakur)। ভারতীয় নারীশক্তিকে কুর্নিশ জানিয়ে তিনি টুইট করেন, অসাধারণ কমপাউন্ড দলের সদস্যা তীরন্দাজ ত্রয়ী ভিজে সুরেখা, পরণীত কাউর ও অদিতি গোপীচাঁদ স্বামীকে প্রথমবার বিশ্ব তীরন্দাজি প্রতিযোগিতায় জয়ী হয়ে বিশ্ব চ্যাম্পিয়ান হওয়ার জন্য কুর্নিশ জানাই। ভারতকে জয়ী করার জন্য আপনাদের বিশ্বাস ও দক্ষতার প্রকাশ সত্যিই প্রশংসনীয়। প্রতিকূল আবহাওয়া ও শক্ত মাটির সমস্যাকে হারিয়ে তাদের দুর্দান্ত খেলা খেলেছেন সত্যিই ব্যতিক্রমী ও অনু্প্রেরণামূলক। আপনাদের জন্য আমরা অত্যন্ত আনন্দিত। আপনারা আমাদের আনন্দিত করার পাশাপাশি গর্বিতও করেছে। ভারত তথা বিশ্বের জন্য আপনারা নতুন ইতিহাস তৈরি করতে থাকুন। অভিনন্দন। আরও পড়ুন: Hardik Pandya: হারের ঘায়ে জরিমানার ছিটে হার্দিকদের, শাস্তিতে কাটা হল যত টাকা

দেখুন ভিডিয়ো: