ওয়েস্ট ইন্ডিজের বিরদ্ধে টি-টোয়েন্টি সিরিজে হার্দিক পান্ডিয়ার দলের শুরুটা হয়েছে হার দিয়ে। গতকাল, ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম খেলায় হার্দিকরা হারেন ৪ রানে। হারের ম্যাচে আবার জরিমানার জ্বালা। স্লো ওভার রেটের দায়ে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের পারিশ্রমিক থেকে পাঁচ শতাংশ কাটা যাচ্ছে। নির্ধারিত সময়ের চেয়ে ইনিংসে বল করতে এক ওভার বেশী নেওয়ায় হার্দিকদের ম্যাচ পারিশ্রমিকের পাঁচ শতাংশ কাটা হল।
টিম ইন্ডিয়ার বোলিং আপে ছিলেন আর্শদীপ সিং, মুকেশ কুমার, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল। স্পিনাররা ইনিংসের ২০ ওভারের মধ্যে ৯ ওভার বল করলেও স্লো ওভার রেটের শাস্তি এড়াতে পারলেন না হার্দিক পান্ডিয়া। আরও পড়ুন-নেটে ১৪০ কিমির গতির বল সামলাচ্ছেন, দ্রুত ম্যাচ ফিট হওয়ার পথে ঋষভ পন্থ
দেখুন টুইট
India and West Indies have been fined for maintaining a slow over-rate in first T20I at Brian Lara Cricket Stadium in #Tarouba, Trinidad and Tobago.
India was fined five per cent of their match fee for falling one over short of minimum over-rate, while West Indies have been… pic.twitter.com/HKSEgrOJnL
— IANS (@ians_india) August 4, 2023
অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত সময়ের চেয়ে ২ ওভার বেশী নেওয়ায় ম্যাচ পারিশ্রমিকের শতাংশ কাটা গেল। কাল, গায়ানার জর্জটাউনে রবিবার টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে নামছে ভারত-ওয়েস্ট ইন্জিজ।