গত বছর ৩১ ডিসেম্বর উত্তরাখণ্ডে ভয়াবহু গাড়ি দুর্ঘটনার পর একটা সময় তাঁর বেঁচে থাকার সম্ভাবনা নিয়ে আশঙ্কায় ছিলেন ডাক্তাররা। অনেক চেষ্টার পর ভারতের তারকা ক্রিকেটার ঋষভ পন্থ বেঁচে যান। কিন্তু তাঁর মাঠে ফেরার সম্ভাবনা শুরুতে উড়িয়েই দেওয়া হয়েছিল। তবে প্রত্যাশার থেকে অনেক দ্রুত সেরে উঠেছেন পন্থ। বিছানা থেকে মেঝেতে হাঁটতে পন্থের লেগে যায় চার মাস। তবে এরপর দ্রুত জীবনে ফিরছেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার। এবার নেটে বেশ জোর কদমে অনুশীলন শুরু করেছেন। পন্থ এখন ঠিক কতটা ফিট তা বোঝা যাচ্ছে ব্যাট হাতে নেটে ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতির বল সামলানো দেখে।
ডাক্তার, ফিজিও-রা দারুণ খুশি পন্থের ফিটনেস দেখে। তবে দেশের মাটিতে আসন্ন বিশ্বকাপে খেলার সম্ভাবনা নেই তাঁর। অনেকেই বলছেন, আগামী বছর জানুয়ারিতে দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ২৫ বছরের পন্থকে দেখা গেলে অবাক হওয়ার থাকবে না। যেভাবে দ্রুত সেরে উঠছেন তাতে পন্থকে আগামী বছর আইপিএলে দিল্লি ক্যাপিটালসের নেতৃত্বে ফিরতে দেখার আশা রয়েছে। তবে পন্থের ফিটনেসের বড় দিক হল উইকেটকিপারের ভূমিকা। পন্থের চোট যেখানে রয়েছে, তাতে টেস্টে কিংবা ওয়ানডে ম্যাচে উইকেটকিপিং করা তার পক্ষে এখনই কঠিনই হবে বলে মনে করা হচ্ছে। তবে স্পেশালিস্ট ব্যাটার হিসেবে খেলতে তার দলে থাকা নিয়ে সংশয় হওয়ার কথা নয়।
আগামী বছর দেশের হয়ে পন্থ এখনও পর্যন্ত ৩৩টি টেস্ট, ৩০টি ওয়ানডে ও ৬৬টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টেস্টে ব্যাট হাতে ৫টি সেঞ্চুরি, স্মরণীয় কিছু ইনিংস সহ মোট ২২৭১ রান আছে।