Smriti Mandhana. (Photo Credits:X)

Sri Lanka Women's ODI Tri-Series 2025: বিশ্বকাপের মাস চারেক আগে শ্রীলঙ্কায় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে চ্যাম্পিয়ন হল ভারতের মহিলা দল। রবিবার কলম্বোয় ফাইনালে শ্রীলঙ্কাকে ৯৭ রানে হারিয়ে কাপ জিতলেন হরমনপ্রীত কৌররা। ফাইনালে দুরন্ত সেঞ্চুরি করে ম্যাচ সেরার পুরস্কার জিতলেন ভারতের তারকা ওপেনার স্মৃতি মন্ধনা। স্মৃতির ১০১ বলে ১১৬ রানের ইনিংসের সৌজন্যে নির্ধারিত ৫০ ওভারে টিম ইন্ডিয়া করেছিল ৭ উইকেটে ৩৪২ রান। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার ইনিংস ৪৮.২ ওভারে ২৪৫ রানে গুঁটিয়ে যায়।

ব্যাটে, বলে উজ্জ্বল পারফরম্যান্স ভারতীয় মহিলা দলের

ভারতের স্পিনার স্নেহ রানা ৩৮ রানে ৪ উইকেট নেন। টুর্নামেন্টে ভারত, শ্রীলঙ্কা ছাড়াও অংশ নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। লিগ পর্যায়ে হরমনপ্রীত কৌর-রা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটি ম্যাচেই জিতেছিলেন, আর আয়োজক শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতেছিলেন একটিতে, হেরেছিলেন একটিতে। ফাইনালে স্মৃতির সেঞ্চুরির পাশাপাশি হরলিন দেওল (৪৭), হরমনপ্রীত কৌর (৩০ বলে ৪১) ও জেমাইমা রডরিগেজ (২৯ বলে ৪৪) বেশ ভাল ব্যাটিং করেন। স্নেহ রানা-র পাশাপাশি চণ্ডিগড়ের পেসার আমোনজোত কৌর (৩/৫৪) দারুণ বোলিং করেন। আরও পড়ুন-টেস্টে রোহিত পরবর্তী টিম ইন্ডিয়ার অধিনায়ক ঠিক হয়ে গেল, ইংল্যান্ডে কেমন হতে পারে স্কোয়াড

শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা

২৯ সেপ্টেম্বর থেকে ভারতে শুরু হচ্ছে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ

আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ভারতে আয়োজিত হতে চলেছে মহিলাদের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। তার আগে হরমনপ্রীত কৌর-দের এই টুর্নামেন্টে জয় নিশ্চিতভাবেই মনোবল বাড়াবে।  শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজে ভারতের দু'জন দুরন্ত সেঞ্চুরি করলেন- ফাইনালে স্মৃতি মন্ধনা (১১৬), গ্রুপ লিগের শেষ খেলায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জেমাইমা রডরিগেজ (১২৩)।