
মুম্বই, ১১ মে: অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) টেস্ট থেকে অবসর ঘোষণা করেছেন। এবার পাঁচদিনের ক্রিকেট রোহিত শর্মা পরবর্তী অধিনায়ক বাছার পালা। আগামী ২০ জুন থেকে ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ থেকেই কাজ শুরু করবেন টিম ইন্ডিয়ার নতুন অধিনায়ক। ইংল্যান্ড সিরিজ থেকে তৃতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC 2025-2027) অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। সব মিলিয়ে টেস্ট ক্রিকেটে ভারতীয় ক্রিকেটের নতুন যুগের শুরু হতে চলেছে। তবে বিরাট কোহলি হয়তো ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলতে যাবেন।
লড়াই ছিল বুমরা ও গিলের মধ্যে
রোহিতের অবসরের পর টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে শুরুতে ফেভারিট ধরা হচ্ছিল জশপ্রীত বুমরা-কে। রোহিতের অনুপস্থিতিতে বুমরার নেতৃত্বে অস্ট্রেলিয়ায় গিয়ে পারথে টেস্ট জিতেছিল টিম ইন্ডিয়া। তাই বুমারই দৌড়ে এগিয়ে ছিলেন। কিন্তু ভারতীয় বোলিংয়ের কোহিনুর বুমরা-কে চোট থেকে বাঁচাতে হিসেবে করে খেলাতে চায় টিম ম্যানজমেন্ট। পূর্ণ সময়ের অধিনায়কের দায়িত্ব দিয়ে তাই বুমরা-র ওপর চাপ বড়াতে চায় না বোর্ড। এবার আইপিএলে গুজরাট টাইটান্স-কে নেতৃত্ব দিয়ে নজর কাড়েন গিল। টেস্ট অঝিনায়ক হিসেবে আগেও তাঁর দিকে নজর ছিল নির্বাচকদের।
কেন গিলকে বেছে নিচ্ছেন আগারকর-রা
ঠান্ডা মাথা, পরিপক্ক ক্রিকেট মস্তিষ্ক, দলে সবার সঙ্গে মেশার ক্ষমতার জন্য শুভমন গিলকেই দেশের নতুন টেস্ট অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন অজিত আগরকর-রা। আগামী ২৩ বা ২৪ মে আনুষ্ঠানিকভাবে গিলকে টেস্ট অধিনায়ক হিসেবে ঘোষণা করবে বোর্ড। গিলের ডেপুটি হিসেবে ঋষভ পন্থকে বেছে নেওয়া হতে পারে। এদিকে, ইংল্যান্ড সফরে গুজরাট টাইটান্সের হয়ে অবিশ্বাস্য ব্য়াটিং করা সাই সুদর্শনকে স্কোয়াডে নেওয়া হতে পারে। ঘরোয়া ক্রিকেটে অবিশ্বাস্য খেলে কামব্যাক করা টেস্টে ত্রিশতরান থাকা করুণ নায়ার-কেও ইংল্যান্ড নিয়ে যাওয়া হতে পারে।
ইংল্যান্ডে ভারতীয় দলে কারা থাকতে পারেন
তিন ওপেনার হিসেবে থাকছেন- শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, সাই সুদর্ষন। মিডল অর্ডারে বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পন্থ, ও করুণ নায়ার। স্পেশালিস্ট পেসার হিসেব জশপ্রীত বুমরা, মহম্মদ সামি, প্রসিধ কৃষ্ণার পাশাপাশি স্কোয়াডে থাকতে চলেছেন হর্ষিত রানা ও আকাশ দীপ। পেস-অলরাউন্ডার হিসেবে নীতীশ রেড্ডি ও শার্দুল ঠাকুর থাকতে পারেন। পন্থের সঙ্গে স্পেশালিস্ট উইকেকিপার-ব্যাটার হিসেবে থাকার বিষয়ে নিশ্চিত ধ্রুব জুরেল। তিন অলরাউন্ডার স্পিনার হিসেবে থাকবেন রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর। এক স্পেশালিস্ট স্পিনার কুলদীপ যাদব।
কেমন হতে পারে ইংল্যান্ড সিরিজে ভারতের টেস্ট স্কোয়াড
শুভমন গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শন, বিরাট কোহলি, ঋষভ পন্থ (সহ অধিনায়ক),কেএল রাহুল, নীতীশ রেড্ডি, শার্দুল ঠাকুর, ধ্রুব জুরেল, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা,কুলদীপ যাদব, জশপ্রীত বুমরা, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, হর্ষিত রানা, আকাশ দীপ।
লড়াইয়ে আছেন- ওয়াশিংটন সুন্দর, করুণ নায়ার।