সেপ্টেম্বরে চিনের হাংঝাউতে শুরু হতে চলা এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা করল ভারতীয় টেনিস সংস্থা। এশিয়াড দলে আছেন ৪৩ বছর বয়সী রোহন বোপান্না। এই বয়সেও ডবলসে দুনিয়ার সেরাদের মধ্যে একজন বোপান্না। বোপান্না ছাড়া পুরুষদের দলে আছেন সুমিত নাগাল, রামকুমার রামানাথন, ইউকি ভামরির মত তারকারা। পুরুষদের ৬জনের দলে বাকিরা হলেন শশীকুমার মুকুন্দ, সাকেত মাইনেনি। আগামী ২৩-৩০ সেপ্টেম্বর হবে এবারের এশিয়ান গেমস।
অবসর নিয়ে নেওয়ায় এবার এশিয়ান গেমসে সানিয়া মির্জাকে পাচ্ছে না ভারত। সানিয়া হীন টেনিস দলে সবার ভরসা গতবার সিঙ্গলসে ব্রোঞ্জ পদক জয়ী আঙ্কিতা রায়নার দিকে। টেনিস ইন্ডিয়ার ৬ জনের মহিলা দলে আছেন অঙ্কিতা রায়না, ঋতুজা ভোসলে, প্রার্থনা থোমবারে, কর্মন কৌর থান্ডি, বৈদেহী চৌধুরী। আরও পড়ুন-মেসিহীন আর্জেন্টিনার জোড়া গোলে জয় ১৪৯ ব়্যাঙ্কের ইন্দোনেশিয়ার বিরুদ্ধে
পুরুষদের নন প্লেয়িং ক্যাপ্টেন রোহিত রাজপাল ও মহিলা দলের নন প্লেয়িং ক্যাপ্টেন অঙ্কিতা ভামরি। গতবার এশিয়ান গেমসের টেনিসে ভারত একটি সোনা ও দুটি ব্রোঞ্জ জিতেছিল। পুরুষদের ডবলসে সোনা জিতেছিলেন রোহন বোপান্না ও দ্বিজ শরণ। মহিলাদের সিঙ্গলসে ব্রোঞ্জ জেতেন অঙ্কিতা রায়না। পুরুষদের সিঙ্গলসে ব্রোঞ্জ জিতেছিলেন প্রাজনেশ গুনেশ্বরম। প্রসঙ্গত, ২০০২ থেকে এশিয়াডে পুরুষদের ডবলসে গত পাঁচবারের মধ্যে চারবার সোনা জেতে ভারত।