দীর্ঘদিন বাদে লিওনেল মেসিকে ছাড়া খেলতে নামল আর্জেন্টিনা। সোমবার জাকার্তায় মেসিকে ছাড়া প্রীতি ম্যাচে নেমে ইন্দোনেশিয়াকে ২-০ গোলে হারাল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফিফা ব়্য়াঙ্কিংয়ে ১৪৯ তম স্থানে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ফিফা ক্রম তালিকায় এক নম্বর দেশকে প্রথম গোল পেতে লেগে যায় ৩৮ মিনিট। আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করেন লিওনার্দো পারাদেস। এরপর বিরতির পর ম্যাচের ৫৫ মিনিটে দ্বিতীয় গোলটি করেন ক্রিশ্চিয়ানো রোমেরো। সারা ম্যাচে ৭টি শট গোলে রেখে ২টি গোল করে বিশ্ব চ্যাম্পিয়নরা। আর্জেন্টিনার কাছে বলের দখল ছিল ৭৪ শতাংশ।
তবে খেলায় নেতৃত্ব দেওয়ার অভাব চোখে পড়েছে। মেসি না খেললেও এদিন জাকার্তায় খেলেন এলিমিনো মার্টিনেজ, মোলিনা, আলভারাজের মত তারকারা। গত বুধবার চিনের বেজিংয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচের দু মিনিটে গোল করে নজির গড়েছিলেন মেসি। মেসিকে ছাড়া স্কালোনির দলের খেলায় সেই ছন্দটা খুঁজে পাওয়া গেল না। মেসি আগেই বলে দিয়েছেন, তিনি ২০২৬ বিশ্বকাপে খেলবেন না।
আর্জেন্টিনার প্রথম গোলের ভিডিয়ো
Today FIFA friendly match Argentina vs Indonesia Argentina 2 Indonesia 0 great goal Leandro Paredes pic.twitter.com/jYQGcbiDCY
— Amiyo Sarkar (@AmiyoSa85242406) June 19, 2023
ম্যাচের দ্বিতীয় গোলের ভিডিয়ো
📹 Cristian Romero’s goal for Argentina vs Indonesia. #thfc 🇦🇷⚪️ pic.twitter.com/B1U94LuGoK
— Spurs Global (@spurssglobal) June 19, 2023
এবার একেবারে বিশ্বকাপের যোগ্যতাপর্বে প্রথম ম্যাচে সেপ্টেম্বরে আর্জেন্টিনা খেলবে ইকুয়ডরের বিরুদ্ধে। খুব সম্ভবত মেসিকে যোগ্যতাপর্বে পাবে না আর্জেন্টিনা। মেসি জানিয়ে দিয়েছেন, তিনি আর ২০২৬ বিশ্বকাপে খেলবেন না। তাদের শেষ ৪৬টি ম্যাচে আর্জেন্টিনা মাত্র একটি ম্য়াচ হেরেছে। মেসিদের সেই একমাত্র হারটা এসেছিল কাতার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে।