Harmanpreet Singh. (Photo: X)

প্যারিস, ৩০ জুলাই: আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২-০ গোলে জিতে প্যারিস অলিম্পিক (Paris Olympics 2024) হকির কোয়ার্টার ফাইনালে ওঠা কার্যত নিশ্চিত করল ভারত (Indian Men's Hockey Team)। মঙ্গলবার গ্রুপে তাদের তৃতীয় ম্যাচে অধিনায়ক হরমনপ্রীত সিং (Harmanpreet Singh)-য়ের জোড়া গোলে আইরিশদের হারল ভারত। অনবদ্য গোলকিপিং করে দলের জয়কে সহজ করলেন গোলকিপার শ্রীজেশ। অন্যদিকে, ভারতের থেকে ব়্য়াঙ্কিংয়ে পিছনে থাকা আইরিশরা শেষের দুটি কোয়ার্টারে দুরন্ত খেলেও একগাদা পেনাল্টি কর্নার নষ্ট করে হারল। গ্রুপের প্রথম তিনটি ম্যাচ থেকে সাত পয়েন্ট সংগ্রহ করে শেষ আটে ওঠা কার্যত সময়ের অপেক্ষা হরমনপ্রীত সিংদের। ম্যাচের ১১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন হরমনপ্রীত। এরপর দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে পেনাল্টি কর্নার থেকে দ্বিতীয় গোলটি করেন ভারত অধিনায়ক। চলতি প্যারিস অলিম্পিকে তিনটি ম্যাচ খেলে চারটি গোল করা হয়ে গেল হরমনপ্রীতের।

অনবদ্য গোলকিপিং করে দলের জয়কে সহজ করলেন গোলকিপার শ্রীজেশ। অন্যদিকে, ভারতের থেকে ব়্য়াঙ্কিংয়ে পিছনে থাকা আইরিশরা শেষের দুটি কোয়ার্টারে দুরন্ত খেলেও একগাদা পেনাল্টি কর্নার নষ্ট করে হারল। গ্রুপের প্রথম তিনটি ম্যাচ থেকে সাত পয়েন্ট সংগ্রহ করে শেষ আটে ওঠা কার্যত সময়ের অপেক্ষা হরমনপ্রীত সিংদের।

দেখুন ছবিতে

ভারতের কাছে হারের পর তিন ম্য়াচে শূন্য পয়েন্ট থাকা আইরিশ দল নক আউটের লড়াই থেকে ছিটকে গেল। আর্জেন্টিনার কাছে এদিন নিউ জিল্যান্ড হেরে গেলে ভারত কোয়ার্টার ফাইনালে উঠে যাবে। প্রসঙ্গত, দুটি গ্রুপ থেকে চারটি করে দল কোয়ার্টার ফাইনালে উঠবে।

দেখুন ছবিতে

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩-২ গোলে জয়, আর্জেন্টিনার কাছে ১-১ গোলে ড্র আর আইরিশদের বিরুদ্ধে ২-০ গোলে জয়ের সুবাদে এখন পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে গেল ভারতীয় হকি দল। তবে এদিন রাতে অস্ট্রেলিয়া-বেলজিয়াম ম্যাচে জয়ী দল পয়েন্ট তালিকায় ভারতকে ছাড়িয়ে যাবে। প্রথম তিন ম্যাচে ৬টি গোল করে, ৩টি গোল হজম করে সাত পয়েন্ট সংগ্রহ করা ভারতীয় পুরুষ হকি দলের সামনে গ্রুপের শেষ দুটি ম্যাচে বেশ কঠিন। চলতি প্যারিস অলিম্পিকে হরমনপ্রীতদের সামনে গ্রুপের শেষ দুটি ম্য়াচের প্রতিপক্ষ বেলজিয়াম (১ অগাস্ট), বৃহস্পতিবার) ও অস্ট্রেলিয়া (২ অগাস্ট, শুক্রবার)। ভারতের লক্ষ্য থাকবে গ্রুপে প্রথম দুটি স্থানে থাকা। এর ফলে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস বা জার্মানিকে এড়ানো যাবে।

দেখুন ছবিতে

অলিম্পিক হকিতে পদক পেতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হয়ে কোয়ার্টার ফাইনাল। সেই কোয়ার্টার ফাইনালে অপেক্ষাকৃত সহজ পেতে চাই সবাই। আর সেটা করতে হলে গ্রুপে প্রথম দুটি স্থানে থাকতে হয়। তাই হরমনপ্রীতরা নক আউটের পথে এক পা বাড়িয়ে রাখলেও গ্রুপের শেষ দুটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ।