অবসর নিলেন ভারতের হকি দলের (Indian National Hockey Team) অভিজ্ঞ স্ট্রাইকার এসভি সুনীল (SV Sunil)। ১৪ বছরের দীর্ঘ ক্যারিয়ারে আজ তিনি পর্দা নামিয়ে দিলেন। ২০১৪ সালে এশিয়ান গেমসে সোনাজয়ী ভারতীয় হকি দলের সদস্য ছিলেন সুনীল। গতকালই রূপিন্দর পাল সিং ও বীরেন্দ্র লাকরা আন্তর্জাতিক হকি থেকে অবসর ঘোষণা করেছেন।
কর্নাটকের বাসিন্দা ৩২ বছরের সুনীল টোকিও অলিম্পিকে অংশগ্রহণকারী হকি দলের অংশ ছিলেন না। সুনীল জানিয়েছিলেন যে তাঁর সময় হয়েছে তরুণ খেলোয়াড়দের রাস্তা ছেড়ে দেওয়া এবং ভবিষ্যতের জন্য একটি দল গড়তে সাহায্য করা। অর্জুন পুরস্কার জয়ী সুনীল ২০০৭ সালে এশিয়া কাপে ভারতের হয়ে আন্তর্জাতিক ম্যাচে অভিষেক করেন। এই এশিয়া কাপের ফাইনালেই পাকিস্তানকে হারিয়ে ভারত জিতেছিল। এরপর থেকে সুনীলকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ভারতের এই সিনিয়র খেলোয়াড় ভারতের হয়ে ২৬৪টি ম্যাচ খেলেছেন। তাঁর ঝুলিতে রয়েছে ৭২টি গোল। আরও পড়ুন: KKR vs PBKS, IPL 2021 Live Cricket Streaming: কোথায়, কখন দেখবেন কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংস ম্যাচের সরাসরি সম্প্রচার
দুইবারের অলিম্পিয়ান (২০১২ ও ২০১৬) এক দশকেরও বেশি সময় ধরে নিজের চমৎকার পারফরম্যান্স দিয়ে ভারতীয় ফরোয়ার্ড লাইন ধরে রেখেছিলেন।