টোকিও, ৩১ জুলাই: মেরী কমের (Mary Kom) হারের পর ফের মহিলা বক্সিংয়ে আশাভঙ্গ। মহিলাদের মিডলওয়েট(৬৯-৭৫ কেজি) বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন ভারতের পূজা রানী (Pooja Rani)। এই ম্যাচে জিতলেই বক্সিংয়ে লভলিনার পর আরও একটা পদক নিশ্চিত হত ভারতের। কিন্তু না। সেমিফাইনালে ওঠার ম্যাচে পূজা রানীকে ৫-০ হারিয়ে দেন লি কুয়ান। সেমিফাইনালে উঠলেই বক্সিংয়ে অলম্পিকে পদক নিশ্চিত হয়। তাই পদক জয়ের ঠিক একধাপ আগে হেরে গেলেন পূজা রানী।
#Boxing: #TeamIndia's Pooja Rani lost to Qian Li in the Round of 16. The inaccuracy from Pooja made it look one sided. #Olympics pic.twitter.com/sROcxw77Sg
— Silly Point (@FarziCricketer) July 31, 2021
গতকাল প্রি কোয়ার্টার ফাইনালে মেরী কম হারেন কলম্বিয়ার ইনগ্রিট ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে। এর আগে আজ ভারতের অপর মহিলা বক্সার সিমরনজিত কউর প্রি কোয়ার্টার ফাইনালে ০-৫ হারেন তাইল্যান্ডের সেসনডির বিরুদ্ধে।
Pooja Rani's father, a police officer was against his daughter taking up boxing. He thought it was a venting mechanism for aggressive individuals
Pooja was relentless and got herself enrolled in Bhiwani's Hawa Singh Academy
This result would just be a minor blip for this champ
— Aniket Mishra (@aniketmishra299) July 31, 2021
দেশের চারজন মহিলা বক্সার টোকি অলিম্পিকে পদক জয়ের আশায় গিয়েছিলেন। পদক জিতে ফিরছেন শুধু লভলিনা। এবার অসমের এই বক্সারের পদকটা সোনা, রুপো নাকি ব্রোঞ্জ হয় সেটাই দেখার।