Tokyo Olympics 2020: মেরী কমের হারের পর ফের মহিলা বক্সিংয়ে হতাশা, এবার পদক জয়ের ম্যাচে হার পূজা রানীর

টোকিও, ৩১ জুলাই: মেরী কমের (Mary Kom) হারের পর ফের মহিলা বক্সিংয়ে আশাভঙ্গ। মহিলাদের মিডলওয়েট(৬৯-৭৫ কেজি) বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন ভারতের পূজা রানী (Pooja Rani)। এই ম্যাচে জিতলেই বক্সিংয়ে লভলিনার পর আরও একটা পদক নিশ্চিত হত ভারতের। কিন্তু না। সেমিফাইনালে ওঠার ম্যাচে পূজা রানীকে ৫-০ হারিয়ে দেন লি কুয়ান। সেমিফাইনালে উঠলেই বক্সিংয়ে অলম্পিকে পদক নিশ্চিত হয়। তাই পদক জয়ের ঠিক একধাপ আগে হেরে গেলেন পূজা রানী।

গতকাল প্রি কোয়ার্টার ফাইনালে মেরী কম হারেন কলম্বিয়ার ইনগ্রিট ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে। এর আগে আজ ভারতের অপর মহিলা বক্সার সিমরনজিত কউর প্রি কোয়ার্টার ফাইনালে ০-৫ হারেন তাইল্যান্ডের সেসনডির বিরুদ্ধে।

দেশের চারজন মহিলা বক্সার টোকি অলিম্পিকে পদক জয়ের আশায় গিয়েছিলেন। পদক জিতে ফিরছেন শুধু লভলিনা। এবার অসমের এই বক্সারের পদকটা সোনা, রুপো নাকি ব্রোঞ্জ হয় সেটাই দেখার।