Abhay Singh & Velavan Senthilkumar (Photo Credit: The Khel India/ X)

IND vs PAK, Asian Squash Doubles Championship 2025: এশিয়ান স্কোয়াশ ডাবলস চ্যাম্পিয়নশিপ ২০২৫ (Asian Squash Doubles Championship 2025) এর ফাইনালে পাকিস্তানকে হারিয়েছে ভারত। মালয়েশিয়ার জোহরের অ্যারেনা ইমাসে দেশের পুরুষ দল ২-১ ব্যবধানে পাকিস্তানকে হারিয়েছে। ভারতের জন্য এই জয়ের দুই নায়ক হলেন অভয় সিং (Abhay Singh Singh) এবং বেলাভন সেথিলকুমার (Velavan Senthilkumar)। এটি তাদের টানা দ্বিতীয় খেতাব। হংকংয়ের ওয়াং চি হিম (Wong Chi Him) এবং তাং মিং হংকে (Tang Ming Hong_ ২-০ (১১-৫, ১১-৯) পরাজিত করে তারা পুরুষদের ডাবলসের ফাইনালে জায়গা করে নেয়। ফাইনালে তাদের সামনে ছিলেন পাকিস্তানের নূর জামান (Noor Zaman) এবং নাসির ইকবাল (Nasir Iqbal)। তাদেরকে ২-১ ব্যবধানে হারিয়ে এশিয়ান স্কোয়াশ ডাবলস চ্যাম্পিয়নশিপে সোনা জিতে নিয়েছে ভারত। তবে এইবারই কিন্তু অভয় এবং নূর একে অপরের সামনে আসেননি, তাদের প্রতিদ্বন্দ্বিতার রয়েছে এক ইতিহাস। Four-Nation Hockey Tournament: বার্লিনে হকি টুর্নামেন্টে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে দিল ভারতীয় জুনিয়র পুরুষ হকি দল

এশিয়ান স্কোয়াশ ডাবলস চ্যাম্পিয়নশিপে সোনা জয় ভারতের

অভয় সিং হাংঝু এশিয়ান গেমসে (Hangzhou Asian Games) পুরুষদের সোনার পদকের লড়াইয়ে নূর জামানের বিপক্ষে খেলেন। ফাইনাল সেই ম্যাচে প্রায় পেছন থেকে এসে তিনি জামানকে পরাজিত করে বেশ নজর কাড়েন। সেই ম্যাচে ২-১ ব্যবধানে পিছিয়ে থাকার পর অভয় দুটি চ্যাম্পিয়নশিপ পয়েন্ট বাঁচিয়ে ৩-২ ব্যবধানে জামানকে পরাজিত করে অসাধারণভাবে ঘুরে দাঁড়ান। রোমাঞ্চকর সেই ম্যাচে হারের দরজা থেকে হয় ছিনিয়ে নিয়ে তিনি ভারতকে সোনা এনে দেন। এর আগে যখন দুই স্কোয়াশ খেলোয়াড় আগে হাংঝু পুল স্টেজে দেখা করেন যেখানে জামান অভয়কে ৩-১ ব্যবধানে পরাজিত করেন। আজকের ম্যাচেও ০-১ ব্যবধানে পিছিয়ে থেকে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় তারা।