Indian Hockey Team. (Photo Credits: X)

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি (Asian Champions Trophy Hockey 2024)-র রাউন্ড রবীন লিগের সব কটা ম্যাচে জিতে সেমিফাইনালে উঠেছে ভারত (India Hockey Team)। এদিন লিগের শেষ ম্যাচে পাকিস্তানকে ২-১ গোলে হারান হরমনপ্রীত সিং-রা।  রাউন্ড রবীন লিগে শীর্ষে স্থানে থাকা ভারতীয় দল এবার সেমিফাইনালে খেলবে চার নম্বরে শেষ করা দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে। আর অন্য সেমিফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ চিন। দুটি সেমিফাইনালই হবে সোমবার। ফাইনাল মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর।

৬ দলের রাউন্ড রবীন লিগ পর্যায়ে ৫ ম্যাচে ৫টাতেই জিতে ১৫ পয়েন্টে লিগের খেলা শেষ করে গতবারের চ্যাম্পিয়ন ভারত। সেখানে দুনম্বরে থাকা পাকিস্তানের পয়েন্ট ৮। চিন ( ৬ পয়েন্ট) ও দক্ষিণ কোরিয়া সম-সংখ্যক পয়েন্টে শেষ করলেও বেশী ম্যাচে জেতার সুবাদে লিগ তালিকায় চিন তৃতীয় ও দক্ষিণ কোরিয়া চার নম্বরে থাকল। আরও পড়ুন-হরমনপ্রীত জাদুতে হকিতে মহারণ জয়, এক গোলে পিছিয়ে থেকে পাকিস্তানকে হারাল ভারত

সেমিফাইনালের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া-কে লিগের খেলায় ৩-১ গোলে হারায় ভারত। আর শেষ চারের প্রতিপক্ষ চিনকে ৩-০ গোলে হারায় পাকিস্তান। ফলে ফাইনালে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার ব্যাপারেই বাজি ধরছেন অনেকে। এর আগে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির ফাইনালে চারবার মুখোমুখি হয়েছে ভারত। টুর্নামেন্টের ইতিহাস সফলতম দেশ ভারত (৪ বার চ্যাম্পিয়ন)।