IND vs WI, 1st Test 2019: বিরাট কোহলি, আজিঙ্কা রাহানের হাফ সেঞ্চুরিতে আরও ভাল জায়গায় ভারত, লিড ২৬০ রানের হাতে এখনও ৭ উইকেট
ভাল জায়গায় ভারত। (Photo Credits: BCCI)

অ্যান্টিগা, ২৫ অগাস্ট: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে টিম ইন্ডিয়ার অবস্থা আরও ভাল হল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিনের শেষে ভারতের লিড দাঁড়িয়েছে ২৬০ রান, হাতে ৭ উইকেট। বিরাট কোহলি ৫৩ রানে ক্রিজে আছেন, রাহানে অপরাজিত ৫১ রানে। এখনই যত রানের লিড সেটাই ম্য়াচ জেতার জন্য যথেষ্ট হতে পারে, কারণ অ্য়ান্টিগায় চতুর্থ ইনিংসে পিচে বেশ করা বেশ কঠিন। গতকাল,তৃতীয় দিনের শুরুত ওয়েস্ট ইন্ডিজের ইনিংস ২২২ রানে শেষ হয়। ক্য়ারিবিয়ান ইনিংসের শেষ দুটি উইকেট নেন মহম্মদ শামি ও রবীন্দ্র জাদেজা। প্রথম ইনিংসে ইশান্ত শর্মা ৪৩ রানে ৫টি উইকেট নেন। শামি, জাদেজা দুটি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে মায়াঙ্ক আগরওয়াল (১৬) সেভাবে কিছু করতে পারেননি। লোকেশ রাহুল (৩৮) সেট হয়ে আউট হয়ে যান। পূজারা ২৫ রান করে রোচের বলে বোল্ট হন। দ্বিতীয় ইনিংসে ৮১ রানে ৩ উইকেট পড়ে যায় টিম ইন্ডিয়ার। সেখান থেকে চতুর্থ উইকেটে কোহলি-রাহানে দারুণ পার্টনারশিপ গড়েন। দিনের বাকি ৪০ ওভার কোহলি-রাহানে অপরাজিত থাকেন। চতুর্থ উইকেট জুটিতে এখনও পর্যন্ত উঠেছে ১০৪ রান। শুরুতে ঝাঁঝ দেখিয়েও কোহলি-রাহানের সামনে অসহায় দেখিয়ে ক্যারিবিয়ান বোলিং। আরও পড়ুন-পিভি সিন্ধু-র হ্যাটট্রিক

এবার আর কী! রবিবার কোহলির আরও একটা সেঞ্চুরি দেখার অপেক্ষা। তারপর বড় রানের লিড। আর দ্বিতীয় ইনিংসে ক্যারিবিয়ান ইনিংসে ধসের অপেক্ষা। এবার সবটা মিললে হয়।

এক নজরে স্কোরবোর্ড

ভারত: ২৯৭, ১৮৫/৩

ওয়েস্ট ইন্ডিজ: ২২২

তৃতীয় দিনের শেষে ভারতের লিড ২৬০ রান, হাতে ৭ উইকেট

দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোরবোর্ড

লোকেশ রাহুল: ৩৮, মায়াঙ্ক আগরওয়াল: ১৬, চেতেশ্বর পূজারা: ২৫, বিরাট কোহলি: ৫১ অপরাজিত, আজিঙ্কা রাহানে: ৫৩ অপরাজিত

কেমার রোচ: ১/১৮

রোস্টন চেজ: ২/৬৯