মুম্বই, ৩ জানুয়ারি: টি-২০ বিশ্বকাপে সেমিফাইনালে হারের পর, এবার নতুন টিম ইন্ডিয়ার পথ চলা শুরু। মঙ্গলবার ওয়াংখেড়েতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে নামছে ভারত। রোহিত শর্মা, বিরাট কোহলিদের মত সিনিয়র তারকাদের ছাড়াই হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে নামছে টিম ইন্ডিয়া। ২০২৪ টি-২০ বিশ্বকাপের দিকে মাথায় রেখে আর কোহলি, রোহতিদের মত সিনিয়রদের নিয়ে নয়, তরুণদের দিকে লক্ষ্য রেখে নামছে টিম ইন্ডিয়া। সামনে এশিয় চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। টি-২০তে হার্দিক যুগের শুভ সূচনার দিকেই তাকিয়ে সবাই।
সিরিজটা জয় দিয়ে শুরু করতে মরিয়া টিম ইন্ডিয়া। ওয়াংখেড়েতে ৫ স্পেশালিস্ট ব্যাটার, দুই অলরাউন্ডার তিন পেসার, এক স্পেশালিস্ট স্পিনারে দল সাজতে চলেছে ভারত। ইশান কিষাণের সঙ্গে ঋতুরাজ গায়কোয়েড় ওপেন করতে পারেন। শুভমন গিল নামতে পারেন তিনে। চারে সূর্যকুমার যাদব। তারপর সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া। আরও পড়ুন-
ম্যাচের প্রথম ওভারে হ্যাটট্রিক, তৃতীয় ওভারে পাঁচ উইকেটের মাইলস্টোন উনাদকটের
স্পিনার অলরাউন্ডার হিসেবে ওয়াশিংটন সুন্দর ও অক্ষর প্য়াটেলের মধ্যে একজনকে খেলানো হবে। স্পেশালিস্ট স্পিনার হিসেবে খেলবেন চাহাল। তিন পেসার হিসেবে আর্শদীপ সিংয়ের সঙ্গে থাকছেন হর্ষল প্যাটেল ও উমরন মালিক।
দেখুন টুইট
Excitement levels ? as the #INDvSL T20I series starts today ✅#TeamIndia | @mastercardindia pic.twitter.com/NAU8w6cIrS
— BCCI (@BCCI) January 3, 2023
ভারতের সম্ভাব্য একাদশ- ইশান কিষাণ, ঋতুরাজ গায়কোয়েড়, শুভমন গিল, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ওয়েশিংটন সুন্দর/অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, হর্ষল প্যাটেল, উমরন মালিক
শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ- পাথুম নিশাঙ্কা, কুশল মে্ডিস (উইকটকিপার), আভিষ্কা ফার্নান্ডো, ছারিথা আসালাঙ্কা, ভামুকা রাজাপাক্ষে,দাশুন শনকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, ছামিকা করুণারত্নে, মহেশ থাকশানা, লাহিরু কুমারা, দিলশান মদুশঙ্কা
কোথায় কখন থেকে শুরু হবে ম্যাচ
মঙ্গলবার, ৩ জানুয়ারি মুম্বইয়ের ওয়াংখেড়েতে সন্ধ্যা সাতটা থেকে শুরু হবে ম্যাচ।
টিভিতে কোথায় দেখা যাবে খেলা
স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেল, স্টার স্পোর্টস ১, ৩ এসডি ও এইচডি, স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি-সহ নানা চ্যানেলে দেখা যাবে খেলা।
অনলাইনে কীভাবে দেখা যাবে খেলা
ডিজনি+হটস্টারে সরাসরি দেখা যাবে খেলা।