দীর্ঘ ১২ বছর পর দেশের জার্সিতে টেস্ট খেলে নজির গড়ার পর, এবার রঞ্জি ট্রফিতে আগুন ঝরাচ্ছেন জয়দেব উনাদকট (Jaydev Unadkat)। মঙ্গলবার দিল্লির বিরুদ্ধে রঞ্জি ম্যাচের প্রথম দিনের প্রথম ওভারেই হ্যাটট্রিক করলেন সৌরাষ্ট্রের তারকা পেসার উনাদকট। দিল্লির ওপেনার ধ্রুব শোরে, বৈভব রাওয়াল ও অধিনায়ক যশ ধুলকে পরপর তিন বলে আউট করে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন উনাদকট।
প্রথম ওভারে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে উইকেট নেন তিনি। হ্যাটট্রিক করার পরের ওভারে আরও দুটি উইকেট নেন উনাদকট। আরও পড়ুন-বিশ্বের সব দেশে হবে পেলের নামে স্টেডিয়াম,আবেদন ফিফা সভাপতি ইনফান্তিনোর
দেখুন টুইট
5 wicket haul for Jaydev Unadkat in Ranji trophy. His bowling figure at the moment (2-0-5-5) including Hat-trick. Incredible Jaydev.
— CricketMAN2 (@ImTanujSingh) January 3, 2023
এরপর আউট করেন জন্টি সিধু ও ললিত যাদবকে। ম্যাচের তৃতীয় ও নিজের দ্বিতীয় ওভারেই ব্যক্তিগত পাঁচ উইকেটের মাইলস্টোন গড়ে ফেলেন উনাদকট। তখন দিল্লির স্কোর ৫ রানে ৬ উইকেট। উনাদকট ছাড়া উইকেট নেন চিরাগ জানি। দিল্লির পাঁচজন ব্য়াটার শূন্য রানে আউট হয়েছেন। এখনও পর্যন্ত একমাত্র ব্যাটে রান করেছেন জন্টি সিধু (৪)। বাকিরা সবাই শূন্য।