Indian Women's Hockey Team (Photo Credits: @FIH_Hockey/Twitter)

'চক দে' হল না। টোকিও অলিম্পিকে ইতিহাস গড়ে সেমিফাইনালে উঠলেও, বিশ্বকাপে (Women's Hockey World Cup 2022) ক্রস ওভার রাউন্ড থেকেই হতাশার বিদায় নিতে হল ভারতীয় মহিলা হকি দলকে। গতকাল, রবিবার মাঝরাতে ক্রস ওভারে স্পেনের কাছে ০-১ গোলে হেরে খেতাব জয়ের লড়াইয়ের অনেক আগেই ছিটকে গেল ভারতীয় মহিলা দল। খেলা শেষ হওয়ার মাত্র তিন মিনিট আগে গোল খেয়ে হেরে গেল 'চক দে' স্কোয়াড। সারা ম্যাচে দারুণ লড়ে একেবারে শেষের দিকে গোল হজম করে হেরে হতাশ ভারতীয় মহিলা দলের খেলোয়াড়।

গোটা ম্যাচে গোল করার দারুণ সুযোগ পেয়েও তা হাতছাড়া করার খেসারত দিতে হল ভারতকে। গোলের নিচে অপ্রতিরোধ্য দেখাচ্ছিল অধিনায়িকা সবিতা দেবী-কে। একেবার তিনি পরপর তিনটে সেভও করেন। কিন্তু শেষরক্ষা হল না। স্পেন এবার কোয়ার্টার ফাইনালে খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ভারত সেখানে খেতাবি লড়াই থেকে ছিটকে এখন নবম থেকে ষোলোতম স্থানে থাকার রাউন্ডে খেলবে কানাডার বিরুদ্ধে। আরও পড়ুন-উইম্বলডনে জোকার রাজ

গ্রুপে তৃতীয় স্থানে থাকায় কোয়ার্টার ফাইনালে উঠতে হলে ক্রস ওভার রাউন্ডে জিততে হত ভারতকে। ভারতের সামনে ছিল অন্য গ্রুপের রানার্স স্পেন। খেতাবি লড়াইয়ে ছিটকে যাওয়ার ম্যাচ পর্যন্ত ভারত চলতি মহিলাদের হকি বিশ্বকাপে একটা ম্যাচেও জিততে পারেনি। গ্রুপের খেলায় ইংল্যান্ড ও চিনের বিরুদ্ধে ড্র করার পর, ভারত হারে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে। এরপর ক্রস ওভারে হারতে হল স্পেনের বিরুদ্ধে। গতবার হকি বিশ্বকাপে ক্রস ওভারে জিতে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত উঠেছিল ভারতীয় মহিলা হকি দল। টোকিও অলিম্পিকে চমকপ্রদ পারফরম্যান্সের পর সবিতাদের নিয়ে অনেক আশা ছিল। কিন্তু শেষ অবধি হতাশ করল চক দে স্কোয়াড।