আজ, রবিবার দুবাইয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে মরণবাঁচন লড়াইয়ে নামছে ভারত-নিউ জিল্যান্ড। দুটো দলই তাদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারের পর চলতি টি২০ বিশ্বকাপে তাদের প্রথম জয়ের লক্ষ্যে নামছে। পাকিস্তান তিনটি ম্যাচটের তিনটিতে জিতে সেমিফাইনালের পথে এক পা বাড়িয়ে রেখেছে। এই গ্রুপ থেকে সেমিফাইনালে ওঠার আর একটা স্থানের জন্য মূল লড়াইটা হওয়ার কথা ভারত-নিউ জিল্যান্ডের মধ্যে। ফলে সব দিক থেকেই বিরাট কোহলি বনাম কেন উইলিয়ামসনের মধ্যে এই ম্যাচ ডু অর ডাই। অতীতে আইসিসি টুর্নামেন্টে বারবার অতি গুরত্বপূর্ণ ম্যাচে ভারতকে হারিয়েছে কিউই দল। দু বছর আগে ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালেও যেমনটা হয়েছিল। তবে এবার বিরাট কোহলিরা মরিয়া। পাকিস্তান ম্যাচের ব্যর্থতা ঝেড়ে নামছে টিম ইন্ডিয়া।
ভারতের প্রথম একাদশে বদল হচ্ছে না, এমনটা মোটামুটি নিশ্চিত। পাকিস্তান ম্যাচে ব্যাটিং-বোলিং সবেতেই ভরাডুবি হয়। বিরাটরা আজ চাইছেন ফর্মে ফিরতে। বিরাট নিজে অবশ্য পাকিস্তান ম্যাচে দারুণ ব্যাটিং করেন। কিন্তু সতীর্থদের থেকে একেবারেই সাপোর্ট পাননি। রোহিত শর্মা, লোকেশ রাহুলদের আজ ভাল শুরু করাটা জরুরি। যেমন বুমরা, শামিদেরও ঘুরে দাঁড়ানোর লড়াই। বরুণ চক্রবর্তী পাক ম্যাচ শুরুটা দারুণ করলেও খেই হারান। স্পিনে দুর্বল কিউই ব্যাটিংয়ের কাছে বরুণ-জাদেজারাই প্রধান অস্ত্র হতে চলেছেন কোহলির। আরও পড়ুন: ২০০৫ সালে আজই মহেন্দ্র সিং ধোনি অপরাজিত ১৮৩ রানের ইনিংস খেলেন, দেখুন ভিডিয়ো
কবে কখন আয়োজিত হবে টি-২০ বিশ্বকাপের গ্রুপ লিগে ভারত-নিউ জিল্যান্ড ম্যাচ?
আজ, রবিবার ৩১ অক্টোবর, দুবাইয়ে ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা থেকে আয়োজিত হবে সুপার ১২ গ্রুপ পর্বে ভারত-নিউ জিল্যান্ড ম্যাচ।
কীভাবে কোথায় সরাসরি দেখবেন ভারত-নিউ জিল্যান্ড ম্যাচ?
স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে সরাসরি দেখানো হবে এই ম্যাচ। স্টার স্পোর্টস ওয়ান এসডি ও এইচডি-তে সন্ধ্যা সাড়ে ৭টে থেকে সরাসরি দেখানো হবে ম্যাচ
অনলাইনে কীভাবে দেখা যাবে ম্যাচ
ডিজনি+হটস্টারের মাধ্যমে দেখানো হবে এই খেলা।