সাফ কাপে (SAFF Championship 2021) আজ রাউন্ড রবীন লিগের শেষ ম্যাচে আজ, বুধবার আয়োজক দেশ মলদ্বীপের (Maldives) বিরুদ্ধে নামছে ভারত (India)। ফাইনালে উঠতে গেলে ভারতকে আজ জিততেই হবে। ৩ ম্যাচে ৬ পয়েন্টে পেয়ে পয়েন্ট তালিকায় প্রথম দুইয়ে আছে মলদ্বীপ ও নেপাল। আজ নেপাল শেষ ম্যাচে নামবে বাংলাদেশের (৪ পয়েন্ট) বিরুদ্ধে। দুটি ড্র, একটি ম্যাচে সুনীল ছেত্রীরা ৩ ম্যাচে ৫ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে আছে। যেখানে রাউন্ড রবীন লিগ থেকে প্রথম দুটি আগামী শনিবার, ফাইনালে মুখোমুখি হবে।
তাই সুনীলদের আজ জেতা ছাড়া পথ নেই। চলতি সাফ কাপে ভারত বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে একেবারে জঘন্য ফুটবল খেলে ড্র করে। তবে গত ম্যাচে নেপালের বিরুদ্ধ সুনীল ছেত্রীর করা গোলে কোনওরকমে জেতে ভারত। আরও পড়ুন:
করোনাভাইরাসে আক্রান্ত হলেন অ্যাথলিট হিমা দাস
দেখে নিন আজ, বুধবার সাফ চ্যাম্পিয়নশিপে ভারত-মলদ্বীপ ম্যাচ কোথায় আয়োজিত হবে
মলদ্বীপের রাজধানী মালের ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে বুধবার হবে এই ম্যাচ
কখন থেকে শুরু হবে খেলা
ভারতীয় সময় রাত সাড়ে ৯টা থেকে শুরু হবে এই খেলা।
ভারতে কোন টিভি চ্যানেলে সরাসরি দেখানো হবে এই খেলা
ইউরো স্পোর্টস ও ইউরো স্পোর্টস এইচডি চ্যানেলে ভারতীয় সময় রাত সাড়ে ৯টা থেকে সরাসরি দেখানো হবে এই খেলা।
অনলাইনে কীভাবে দেখা যাবে এই ম্যাচ
ডিসকভারি+ অ্যাপে সরাসরি এই খেলা দেখানো হবে।
দুই দলের মুখোমুখি সাক্ষাতের রেকর্ড কেমন
ভারত-মলদ্বীপ ফুটবলে আজকের আগে পর্যন্ত মোট ২০ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ভারত জিতেছে ১৪ বার, মলদ্বীপ ৪ বার, আর ড্র হয়েছে ২টি ম্যাচ। দুই দেশের শেষ সাক্ষাতে মলদ্বীপ ২-১ গোলে ভারতকে হারিয়েছিল সাফ কাপের সেমিফাইনালে