Indian Hockey Team. (Photo Credits: Twitter)

জাকার্তা, ২৯ মে: এশিয়া কাপ হকি (Asia Cup Hockey 2022)-র সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে ৩-৩ গোলে ড্র করল ভারত (India Mens Hockey Team)। ০-২ গোলে পিছিয়ে পড়ার পর সমতায় ফিরে ৩-২ এগিয়ে গিয়েছিল ভারত। তবে এক মিনিটের মধ্যেই সমতায় ফিরে ম্যাচ শেষ অবধি ৩-৩ গোলে ড্র করল মালয়েশিয়া। ভারতের হয়ে গোলগুলি করেন বিষ্ণুকান্ত, সুনীল, নিলাম। মালয়েশিয়ার হয়ে হ্যাটট্রিক করেন রহিম। এদিন ম্যাচের ২১ মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে গিয়েছিল মালয়েশিয়া। দুটি কোয়ার্টারে দুটি গোল করে মালয়েশিয়া। এরপর ম্যাচের ৩২ মিনিটে ভারতের হয়ে ব্যবধান কমান বিষ্ণুকান্ত। এপর খেলার ৫৩মিনিটে দলকে সমতায় ফেরান এসভি সুনীল। দু মিনিট পর ভারতকে এগিয়ে দেন নিলম। এক মিনিট পর খেলার পর ৩-৩ করে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন রহিম।

এক গোলের ফারাকে পাকিস্তানকে গ্রুপ লিগে গোল পার্থক্যে দ্বিতীয় হয়ে সুপার ফোরে উঠেছিল ভারত। গতকাল সুপার ফোরের প্রথম ম্যাচে ২-১ গোলে জিতেছিল হকির টিম ইন্ডিয়া। আজ, রবিবার সুপার ফোরের দিনের প্রথম ম্যাচে জাপানকে ৩-১ গোলে হারায় দক্ষিণ কোরিয়া। গতকাল, দক্ষিণ কোরিয়া ২-২ গোলে ড্র করেছিল মালেয়েশিয়ার বিরুদ্ধে। দুটো ম্যাচে হেরে ফাইনাল ওঠার লড়াই থেকে ছিটকে গিয়েছে জাপান। গ্রুপ পর্যায়ে ভারত-পাকিস্তানকে টপকে জাপান শীর্ষে ছিল। ভারতকে ৫-২ ও পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছিল জাপান। কিন্তু সুপার ফোরে এসে খেই হারিয়ে ফেলল সূর্যোদয়ের দেশ। আরও পড়ুন: লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতল রিয়াল মাদ্রিদ

মঙ্গলবার জাপানকে যদি মালয়েশিয়া হারাতে না পারে তাহলে দক্ষিণ কোরিয়া ও ভারত-দুটো দলই ফাইনালে উঠবে। আর মালয়েশিয়া যদি সেদিনের প্রথম ম্যাচে জাপানকে হারায়, তাহলে মঙ্গলবার দ্বিতীয় ম্যাচ ভারত বনাম দক্ষিণ কোরিয়ার মধ্যে যে কোনও একটি দল ফাইনালে উঠবে। ভারত-দক্ষিণ কোরিয়া ম্যাচ ড্র হলে, গোলপার্থক্যে ঠিক হবে ফাইনালে কারা খেলবে।