Real Madrid Secure Their Record 14th European Title (Photo: Twitter)

লিভারপুলকে (Liverpool) ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League 2021-22) শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ছিল। দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটে রিয়ালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রের (Vinicius Junior) গোলে জয় পায় রিয়াল। এনিয়ে ১৪ বার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা (14th Champions League Title) জিতল রিয়াল। ফ্রান্সের স্তাদে দে ফ্রান্স স্টেডিয়ামে খেলা হয় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচটি।

স্টেডিয়ামের বাইরে বিশৃঙ্খলার ফলে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ শুরু হতে দেরি হয়। ভিড় সরাতে পুলিশরে কাঁদানে গ্যাসের সেল ফাটাতে ও লাঠিচার্জ করতে হয়েছে। ভারতীয় সময় গতকাল গভীর রাতে খেলা শুরু হয়। টানটান উত্তেজনা ছিল খেলা চলাকালে। প্রথমার্ধে কোনও দলই জালে বল ঢোকাতে পারেনি। একসময় মনে হচ্ছিল খেলা ট্রাইব্রেকারে গড়াবে। আরও পড়ুন: Women's T20 Challenge 2022: মহিলাদের টি-২০ চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন হরমনপ্রীতের সুপারনোভাস

অবশেষে ৫৯ মিনিটে ফেদেরিকো ভালভার্দের এগিয়ে দেওয়া বল ডান পায়ে শট করেন ভিনিসিউস জুনিয়র। এটিই ম্যাচের একমাত্র গোল। পুরো ম্যাচে প্রায় এক ডজন শট নিয়েও জালে বল ঢোকাতে পারেনি লিভারপুল। যার কারণে রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হল তাদের।