Photo Credits: @PIB_India/twitter

এশিয়ান গেমস ২০২৩-এর পুরুষ হকির ফাইনালে ভারতের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন জাপান। আজ শুক্রবার চিনের হাংজুতে গংশু ক্যানাল স্পোর্টস পার্ক স্টেডিয়ামে ফাইনালে ভারতের মুখোমুখি হবে জাপান। হ্যাংঝুতে ২০২৩ পুরুষ হকির ফাইনাল ম্যাচটি ভারতীয় পুরুষ হকি দল এবং জাপান উভয়ের জন্যই বেশ গুরুত্বপূর্ণ। সোনা ছাড়াও দু'দলের সামনে সুযোগ রয়েছে ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের টিকিট নিশ্চিত করার। আগামী বছর এশিয়ান গেমস ২০২৩-এ পুরুষ ও মহিলা উভয় হকি চ্যাম্পিয়নদের জন্য আগামী বছরের গ্রীষ্মকালীন গেমসের জন্য একটি কোটা অফার করা হয়েছে। অধিনায়ক হরমনপ্রীত সিংহের নেতৃত্বে এশিয়ান গেমসে দুর্দান্ত ফর্মে রয়েছে ভারতীয় হকি দল। গ্রুপ 'এ'তে ভারত গ্রুপ পর্বের পাঁচটি ম্যাচেই জয় নিয়ে শীর্ষে ছিল এবং সেমিফাইনালে কোরিয়াকে ৫-৩ গোলে হারিয়ে স্বর্ণ পদকের ম্যাচ নিশ্চিত করে। অন্যদিকে, সেমিফাইনালে আয়োজক চীনকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে ওঠে জাপান। গ্রুপ পর্বে ভারতের পর পুল 'এ'তে দ্বিতীয় স্থানে ছিল বর্তমান চ্যাম্পিয়নরা। তবে এশিয়ান গেমসে জাপানের একমাত্র হার এসেছে ভারতের কাছে। Asian Games 2023: সেমিতে হার বজরং পুনিয়া সহ ভারতের চার কুস্তিগীরের

কবে, কোথায় আয়োজিত হবে ভারত বনাম জাপান হকি ফাইনাল, ২০২৩ এশিয়ান গেমস?

৬ অক্টোবর হাংঝুর গংশু ক্যানাল স্পোর্টস পার্ক স্টেডিয়ামে (Gongshu Canal Sports Park Stadium, Hangzhou) ২০২৩ এশিয়ান গেমসের ফাইনালে মুখোমুখি হবে ভারত বনাম জাপান হকি দল।

কখন থেকে শুরু হবে ভারত বনাম জাপান হকি ফাইনাল, ২০২৩ এশিয়ান গেমস?

ভারত বনাম জাপান হকি ফাইনাল, ২০২৩ এশিয়ান গেমসের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৪ঃ০০ টেয়।

জেনে নিন টিভিতে কোথায় দেখবেন ভারত বনাম জাপান হকি ফাইনাল, ২০২৩ এশিয়ান গেমস

সরাসরি টিভিতে ভারত বনাম জাপান হকি ফাইনাল, ২০২৩ এশিয়ান গেমস ভারতে দেখবেন সোনি স্পোর্টসে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ভারত বনাম জাপান হকি ফাইনাল, ২০২৩ এশিয়ান গেমস

সরাসরি অনলাইনে দেখতে পাবেন সোনি লিভ (Sony Liv) অ্যাপে।